Saturday, September 7, 2024

6,000 টাকার সঙ্গে আরো 3,000 টাকা! কেন্দ্রের এ প্রকল্পের ফায়দা নিচ্ছে লাখ লাখ মানুষ, আপনিও করুন আবেদন

যোজনার ক্ষেত্রে কেন্দ্র সরকার একটা নতুন ঘোষণা করেছে, যারা এই যোজনার তালিকাভুক্ত রয়েছেন বা এই যোজনায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য এটা একটা বড়ো সুখবর। এবার থেকে পিমি কিষাণ মান্ধান যোজনায়, বছরে ৬,০০০ টাকার পাশাপাপাশি আরও ৩,০০০ করে দেওয়া হবে।। আমাদের দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বৃদ্ধ বয়সে এসে যাতে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই কারণে প্রধানমন্ত্রী এই পেনশন যোজনা শুরু করেছিলেন। এই পেনশন যোজনার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৬০ বছর পূর্ণ হওয়ার পর কিছু পেনশন দেওয়া হয়।। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি মাসে খুবই সামান্য টাকা যদি আপনি জমা দেন,তাহলে ৬০ বছর পূর্ণ হওয়ার পরেই ৩০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন।

প্রধানমন্ত্রী কিষান মান্ধান পেনশন যোজনা (Pradhan Mantri Kishan Mandhan Pension Yojana) থেকে প্রতি মাসে পেনশন পাওয়ার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এই পেনশন যোজনা সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। প্রতিমাসে কী পরিমাণ টাকা জমা করতে হবে সেটা কৃষকের বয়স অনুযায়ী ঠিক হবে। কৃষকের বয়স যদি ১৮ বছরের নীচে হয়, তাহলে তাকে প্রতিমাসে ৫৫ টাকা জমা করতে হবে। অন্যদিকে, কৃষকের বয়স ১৮ এর ওপরে হলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। এইভাবে যদি ১৮ থেকে ৪০ বছর বয়স পযর্ন্ত এই যোজনা চালিয়ে যাওয়া যায়, তাহলে সেই কৃষককে তার ৬০ বছর পূর্ণ হওয়ার পর প্রতিমাসে পেনশন দেওয়া হবে।।

PM Kisan

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান মান্ধান পেনশন যোজনার শর্ত:

প্রধানমন্ত্রী কিষান মান্ধান পেনশন যোজনার সুবিধা নিতে পেতে, একজন কৃষককে যেসব শর্ত পূরণ করতে হবে, তা হলো-

) কৃষকের অন্তত ২ হেক্টর চাষযোগ্য জমি থাকতে হবে।

) কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

) আধার কার্ডের (Addhar Card) সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

) জমির প্রমাণপত্র থাকতে হবে।

৫) কৃষকের বয়সের প্রমাণপত্র থাকতে হবে। এছাড়াও অন্যান্য কিছু শর্ত এবং নথিপত্র প্রয়োজন। এসব থাকলেই আপনি অনলাইনে আবেদন করে, এই যোজনা চালিয়ে গিয়ে প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পেতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo