Saturday, September 7, 2024

জনধন একাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র

দেশ তথা দেশের মানুষের জন্য নানান রকম জনকল্যাণমূলক কাজ করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (prime minister Narendra Modi)। তার মধ্যে একটি হলো “প্রধানমন্ত্রী জন ধন প্রকল্প” (Pradhan Mantri Jan Dhan Scheme)। এই প্রকল্পের অধীনে দেশের প্রত্যেক মানুষ দেশের মধ্যে যে কোন ব্যাংকে গিয়ে একটি জিরো ব্যালেন্সের একাউন্ট (zero balance Account) খুলতে পারবেন। এবং সেই ব্যাংক একাউন্টের মাধ্যমে কেন্দ্র সরকারের যে কোন প্রকল্পের টাকা সরাসরি নিতে পারবেন। তবে প্রধানমন্ত্রী জন ধন ব্যাংক একাউন্ট আর ৫টি সাধারণত ব্যাংক একাউন্টের মতো নয় এতে যেমন নির্দিষ্ট ব্যালেন্স রাখার কোন সীমা নেই তেমনি আবার ইচ্ছে খুশি ট্রানজেকশন (transaction) করা যায়না এই একাউন্টে।

তবে এবারে প্রধানমন্ত্রী জনধন একাউন্ট নিয়ে একটি খবর সামনে আসছে। শোনা যাচ্ছে যে, এবারে যাদের জনধন একাউন্ট রয়েছে তাঁরা সরাসরি কেন্দ্রের তরফ থেকে ১০ হাজার টাকা পাবেন। সরকার জনধন একাউন্টের গ্রাহকদের ব্যাংকে পাঠাবে ঐ ১০ হাজার টাকা। তাই আপনার যদি একটি জনধন ব্যাংক একাউন্ট থেকে থাকে এবং আপনি যদি এই ১০ হাজার টাকা পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

Modi

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রত্যেক প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহককে ১০ হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশে এই মুহূর্তে প্রায় ৪৭ কোটি মানুষের জনধন একাউন্ট রয়েছে। আর এই ৪৭ কোটি মানুষ তাদের জনধন একাউন্টে ১০ হাজার টাকার সুবিধা নিতে পারবেন। এবং এই টাকা পেতে হলে আপনাকে ব্যাংকে গিয়ে একটি আবেদন পত্র জমা দিতে হবে, আবেদনের পত্র জমা দেয়ার পরই আপনি কেন্দ্রের তরফে এই ১০ হাজার টাকা পেয়ে যাবেন। এই টাকা আপনাকে দেয়া হবে ওভার ড্রাফ্ট (Over draft) হিসেবে। অর্থাৎ এক প্রকার লোনের মাধ্যমে ১০ হাজার টাকা আপনাকে দেয়া হবে।

কি এই ওভার ড্রাফ্ট? 

ওভার ড্রাফ্ট হলো এক প্রকার লোনের মতোন। অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে লোন নেন সেই টাকা আপনাকে পরে দিতে হয় ব্যাংককে তাও আবার সুদসমেত। কিন্তু প্রধানমন্ত্রী জনধন একাউন্টের মাধ্যমে আপনাকে যে ১০ হাজার টাকার লোন দেয়া হবে এতে কোন প্রকার কোন সুদ দিতে হবে না আপনাকে। সুদ বিহীন টাকা পরে জমা দিতে হবে আপনাকে। জানিয়ে দেই যে, আপনার বয়স যদি ৬০ বছর হয় তাহলেই আপনি এই ১০ হাজার টাকা ওভারড্রাফটের সুবিধে পাবেন। সেই সঙ্গে আপনার মাসিক আয় হতে হবে ১৫ হাজার টাকার থেকে কম।

আপনার জন্য
WhatsApp Logo