Wednesday, October 30, 2024

নতুন এই ব্যাবসায় মাসে আয় লাখ টাকা! এলাকায় আপনি প্রথম শুরু করলে দেখাদেখি শুরু করবে অন্যরাও

আজকে আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া (business idea) শেয়ার করবো। এই নতুন ধরনের ব্যবসার আইডি আপনাদের সঙ্গে শেয়ার করার প্রধান কারণ হলো-বেশিরভাগ মানুষই এমন রয়েছেন যাদের হাতে ব্যবসা করার জন্য সেরকম বেশি পুঁজি নেই,ব্যবসার জন্য ভালো জায়গা নেই, আর সবথেকে বড়ো কথা-ব্যবসা শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত সেখান থেকে কোনো লাভ না করে থাকতে পারার যে মানসিকতা বা ধৈর্য, সেই ধৈর্যটা তাদের মধ্যে নেই। আজকে আপনাদের সঙ্গে এমন একটি ছোট ব্যবসা সম্পর্কে তথ্য শেয়ার করবো, যেই ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যে ১০০% নিশ্চিতরূপে আপনি দ্বিগুণ পরিমান লাভ করতে পারবেন।

আপনি হয়তো কখনো শুনেছেন বা দেখেছেন যে, বাজারে যেসব মুক্তোর মালা পাওয়া যায় তার দাম হয় অনেক। মুক্তোর মালার এতো দাম হওয়ার পেছনের প্রধান কারণ হলো মুক্তোর সৌন্দর্য এবং এর চাহিদা। মুক্তো এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করে। সেই কারণে মুক্ত জিনিসটার চাহিদা বাজারে সব সময়ই থাকে। এত বিপুল পরিমাণ চাহিদা থাকায় মুক্তোর তৈরি জিনিসের যেমন দাম থাকে, ঠিক সেরকম ভাবেই যারা মুক্ত চাষের সঙ্গে যুক্ত থাকেন,তারাও কিন্তু বিপুল পরিমাণ লাভ করে থাকেন। একজন মুক্তা চাষী যদি তার ছোটো জলাশয়ে ৫০০ থেকে ৬০০ মুক্তা চাষ করেন, আর যদি তিনি তার মধ্যে ৫০ শতাংশ মুক্তাও বিক্রি করেন, তাহলেও সেই চাষী কমপক্ষে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা রোজগার করতে পারবেন।। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য যে, মুক্তা চাষ এমন একটা জিনিস যা কয়েক মাসের মধ্যে ব্যক্তির ভাগ্য বদলাতে পারে।।

Business

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুক্তা চাষ করতে কেমন খরচ হতে পারে? 

মুক্তা চাষ করতে খুব বেশি খরচ হয় না। যদি আপনি কম টাকা দিয়ে অর্থাৎ ৩০ থেকে ৪০ হাজার টাকা দিয়ে মুক্তার চাষ শুরু করেন, তাহলেও আপনি বেশ ভালো পরিমাণ করতে টাকা রোজগার পারবেন। ৩০ থেকে ৪০ হাজার টাকা দিয়ে ৫০০ থেকে ৬০০ মুক্তা চাষ করা যাবে। বর্তমানে একটি মুক্তার দাম ১২০ থেকে ১৩০ টাকা। তাহলে ৫০০ টা মুক্তা যদি ১২০ টাকা করে ধরা হয়,তাহলেও আপনার মাসিক রোজগার ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো থাকে।। একটা কথা বলে রাখা ভালো, যদি আপনার নিজের কোনো জলাশয় না থাকে, তাহলেও আপনি বড় কোনো জলাশয় ভাড়া নিতে পারেন এবং ভাড়া নিয়ে সেখানে অল্প টাকা দিয়ে মুক্তা চাষ শুরু করেও,খুব বেশি পরিমাণ টাকা রোজগার করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo