আধার কার্ড (Addhar Card) যে কতখানি গুরুত্বপূর্ণ একটি নথি তা আমাদের সকলেরই জানা। বর্তমানে আপনি যাই কাজ করতে যান না কেন identity proof হিসেবে কিন্তু আধার কার্ড লাগেই। আর এই কারণেই দেশের প্রত্যেক মানুষের কাছে আধার কার্ড রয়েছে। তবে আপনি কি জানেন? আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে তা বাতিল হয়ে যেতে পারে। UIDAI– এর তরফ থেকে আপনার আধার কার্ডটি বাতিল করে দেয়া হতে পারে আপনি যদি আধার কার্ডের বিশেষ একটি গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যান। এমনকি এর জন্য মোটা টাকা জরিমানাও দিতে হতে পারে আপনাকে। কি হয়েছে চলুন যেনে নেই।
আসলে বর্তমানে ব্যস্ততার কারণে আমার অনেক সময়ই অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাই। যেই কাজের জন্য পরে পস্তাতে হয় আমাদের। সরকার কয়েক মাস আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল যে আপনার কাছে যদি ১০ বছরের পুরনো আধার কার্ড থাকে তাহলে তা আপডেট (update) করতে হবে। এবং জনগনের সুবিধার্থে আধার কার্ড আপডেট সম্পুর্ন বিনামূল্যে করে দিয়েছিল সরকার, যার সময় শেষ হচ্ছে আগামী ১৪ জুন,২০২৩ এ। অর্থাৎ আপনার কাছে আর বেশি সময় নেই বিনামূল্যে আধার আপডেট করার জন্য। ১৪ জুন,২০২৩ এর পরে আধার কার্ড আপডেট করতে গেলেই ৫০ টাকা GST চার্জ দিতে হবে আপনাকে। শুধু তাই নয়, আপনি যদি ভেবে থাকেন যে আধার কার্ড আপডেট করবেন না তাতে কি হয়েছে, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যাবে, সাথে আপনাকে জরিমানাও করা হতে পারে। যদিও আধার কার্ড আপডেট না করলে জরিমানার কথা অফিসিয়াল ভাবে বলেনি UIDAI, তবে এটা ধারনা করা হচ্ছে পরিস্থিতি প্যান-আধারের মতো হতে পারে।
বাড়িতে বসে করা যায় আধার কার্ড আপডেট:
“হ্যা” আপনি বাড়িতে বসেই আপনার ১০ বছরের পুরনো আধার কার্ডটি আপডেট করতে পারবেন। আধারে দেয়া নামের ভুল বানান, ঠিকানা ভুল, লিঙ্গ ভুল, বয়স ভুল এসবই আপনি বাড়িতে বসেই সংশোধন করতে পারবেন অনলাইনে। এর জন্য আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ ভিজিট করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে, আপনি যদি অনলাইনে আধার কার্ড আপডেট করে গিয়ে কোনরকম কোন সমস্যার সম্মুখিন হন তাহলে এবিষয়ে Google.com অথবা YouTube.com গিয়ে সার্চ দিতে পারেন। আপনি ১০ বছরের পুরনো আধার আপডেট সম্পর্কিত বহু ভিডিও পেয়ে যাবেন।