গত ফেব্রুয়ারি মাসেই ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা (madhyamik Exam) সমাপ্ত হয়েছে। ২০২২ সালে যে সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল,এবছর অর্থাৎ ২০২৩ সালে তার থেকে অনেক কম ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ২০২৩ সালে প্রায় ৭ লক্ষ ছেলে-মেয়ে মাধ্যমিক পরীক্ষা বসেছিল। যাইহোক মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে গেলেও ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হবে? আজকের এই প্রতিবেদনে সেটাই আপনাদের জানাবো।
পর্ষদের তরফে জানানো হয়েছে যে,ইতিমধ্যেই ২০২৩ সালের সমস্ত পরীক্ষার্থীদের খাতা দেখা শেষ হয়ে গেছে। এখন বাকি শুধুমাত্র নাম্বার যাচাই করার প্রক্রিয়া শেষ করা। পর্ষদ জানিয়েছে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এই প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকবে সেই কারণে অনলাইনে মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যখনই এই প্রক্রিয়া সম্পন্ন হবে তখনই মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। তাই বলা যায় যে, সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর মে মাসের ২০ তারিখের মধ্যে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।।
কিভাবে রেজাল্ট দেখা যাবে?
যে নির্দিষ্ট তারিখে মাধ্যমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে,সেইদিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (https://wbbse.wb.gov.in) অফিশিয়াল ওয়েবসাইটে সকাল ১০ টা থেকে রেজাল্ট দেখা যাবে। ওয়েব সাইটে প্রবেশ করলে সেখানে নিজের রোল নম্বর এবং জন্মের তারিখ ইন্টার করতে বলা হবে। সেখানে সঠিকভাবে নিজের অ্যাডমিট কার্ডের লেখা রোল নম্বর এবং জন্ম তারিখ এন্টার করলেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাওয়া যাবে।