Monday, September 16, 2024

৭৫ টাকার নতুন কয়েন হাতে পেতে চান? বুক করুন এভাবে, হাতে পাবেন খুব সহজে

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একের পর এক অভিনব কাজ করে চলেছেন দেশের জন্য। ২০১৬ সালে তিনি প্রথম নোট বন্দি করেছিলেন, এরপর ২০২৩ সালের ২৯শে মে দেশব্যাপী সমস্ত ২০০০ টাকার নোট প্রত্যাহার করার ঘোষণা করেন তিনি। এবারে নাকি শোনা যাচ্ছে যে, এবার তিনি চালু করতে চলেছেন ৭৫ টাকার কয়েন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন এবং সেই উপলক্ষে 75 টাকার একটি স্মারক মুদ্রা তৈরির ঘোষণা করেন তিনি। যেই মুদ্রা বা কয়েন দেখতে ঠিক কেমন হবে সেই বিষয়ে ইতিমধ্যেই একটি খবর প্রকাশিত হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৭৫ টাকার কয়েনের বিষয়ে অর্থ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় যে, ৭৫ টাকা কয়েনটি হতে চলছে ৪৪ মিমি ব্যাস বৃত্তাকার এবং এতে ৫০ শতাংশ রৌপ্য, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা থাকবে। এছাড়াও কয়েনটির সংসদ কমপ্লেক্সের ছবির নিচে লেখা থাকবে ‘2023’ লেখাটি। জানা গেছে যে, গত রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে নতুন এই ৭৫ টাকার কয়েন তৈরি ঘোষণা করেন তিনি। এবং সংসদ ভবন উদ্বোধনের সময় সারা দেশের মোট ২৫ টি রাজনৈতিক দল তাতে অংশগ্রহণ করেছিলেন।

৭৫ টাকার কয়েনটি ঠিক এমন হবে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে ইস্যু করা ৭৫ টাকার কয়েনটি হবে ৩৫ গ্রাম। এতে ৫০% রূপা, ৪০% তামা, ৫% দস্তা এবং ৫% নিকেল ব্যাবহার করা হবে। এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এই মুদ্রার একপাশে অশোক স্তম্ভের ছবি এবং এর ঠিক নীচের দিকে ৭৫ টাকা কথাটি লেখা থাকবে।

Coins

কিভাবে বুক করবেন ৭৫ টাকার নতুন কয়েন?

আসলে এই কয়েন জনসাধারণ কিংবা বাজারে ছাড়ার জন্য মোটেও বানানো হচ্ছে না। এই কয়েন তৈরি করা হবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে। তাই এই কয়েন আপনি বাজারে চালাতে পারবেন না। তবে আপনি যদি এই কয়েনটি হাতে পেতে চান এর জন্য আপনাকে কেন্দ্র সরকারের মিন্ট ওয়েবসাইট http://www.indiagovtmint.in/ গিয়ে বুকিং করতে হবে। তবে ৭৫ টাকার নতুন এই কয়েন বুক করতে কতো টাকা লাগবে এই বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই।

আপনার জন্য
WhatsApp Logo