টাকা সুরক্ষিত রাখার পাশাপাশি টাকা বাড়ানোর জন্যও অনেকে ব্যাংকে টাকা রেখে FD করে থাকতে। তাই সবথেকে যেই ব্যাংক FD তে বেশি পরিমাণে সুদের হার দিয়ে থাকে সাধারণত সেই ব্যাংকেই গ্রাহক সংখ্যা বেশি হয়ে থাকে। তাই আজ আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে জানাত চলেছি ৩ সরকারি ব্যাংকের সমন্ধে যেখানে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে FD সবচেয়ে বেশি পরিমাণে সুদের হার।
FD তে এই ৩ সরকারি ব্যাংকে সবচেয়ে বেশি সুদ পাওয়া যাচ্ছে:
১) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): ৭ দিন থেকে ১০ বছরে PNB দিচ্ছে FD তে ৬ শতাংশ থেকে ৭ শতাংশ হারে সুদ। এই নতুন রেট ৪ মে ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে PNB তে।
২) ব্যাঙ্ক অফ বরোদা (BOB): এই ব্যাংক FD তে ৭.৫ শতাংশ হারে সুদ অফার করেছে তাদের গ্রাহকদের। ৭ থেকে ১০ বছরের এই সুদ পাওয়া যাবে এই ব্যাংকে।
৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): দেশের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI, প্রবীণ নাগরিকদের এই ব্যাংক ৭.৫ শতাংশ হারে FD তে সুদ অফার করেছে। এছাড়াও সাধারণ গ্রাহকদের এই ব্যাংক ৬.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।