দুধের কথা মাথায় আসলেই সবার প্রথমে আসে আমুলের (Amul) নাম। আমূল শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় বরং এটি হচ্ছে ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী দুগ্ধ পণ্য তৈরি করা কম্পানি। এটির সাথে ভারতের প্রতিটা মানুষের জড়িয়ে আছে ইমোশন। আর এই কম্পানিই এবারে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো এক দুর্দান্ত সুযোগ। এবার আপনি আমূলের সাথে ব্যাবসা করে মাসে ইনকাম করতে পারবেন ৫ লাখ টাকা। তাও আবার ঘরে বসে। কিন্তু কিভাবে জানুন বিশদে।
আমূলের সাথে ব্যবসা করার জন্য আপনাকে আমূলের ফ্র্যাঞ্চাইজি (Amul franchise) নিতে হবে। আর এই ফ্র্যাঞ্চাইজি কোন প্রকার লাভ ছাড়াই সাধারণ নাগরিকদের দিচ্ছে আমূল। অর্থাৎ আপনি খুবই কম পয়সায় আমূলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজের শহরে আমূলের স্টল খুলতে পারেন। এবং মাসে ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা।
কিভাবে নেবেন আমূলের ফ্র্যাঞ্চাইজি?
এর জন্য আপনাকে এককালীন খরচ করতে হবে শুধুমাত্র ২ লক্ষ টাকা। তবে আপনি যদি আমূলের আইসক্রিম স্কুপিং পার্লার খুলতে চান এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ৫ লাখ টাকা খরচ করতে হবে। এরপর কম্পানির তরফ থেকে আপনাকে ব্যাবসা করার জন্য লাইসেন্স দেয়া হবে। সেই লাইসেন্স নিয়ে আপনি আপনার শহরে আমূলের স্টল বা শপ খুলতে পারবেন। এবং আমূলের ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আপনাকে আমূলের অফিসিয়াল ওয়েবসাইটে (https://amul.com/m/amul-franchise-business-opportunity) যেতে হবে।
কিভাবে টাকা উপার্জন করবেন?
আপনাকে কমিশনের মাধ্যমে টাকা দেবে আমূল। অর্থাৎ আপনার আমূল স্টল বা শপ থেকে যে মাল বিক্রি হবে তার উপর আপনাকে ১০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়া হবে। তবে আপনি যদি আমুল আইসক্রিম স্কুপিং পার্লার খোলেন তাহলে ২০ শতাংশ পর্যন্ত কমিশন পেতে পারেন আপনি এছাড়াও আমূলের পিৎজা, স্যান্ডউইচ, হট-চকলেট সহ আরোও অন্যান্য জিনিসের উপরে ৫০ শতাংশ কমিশন দেয়া হবে আপনাকে।
আপনাদের জানিয়ে দেই যে, আমূল একটি বড় কম্পানি। আপনি যদি আমূলের থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজ শহরে আমূলের স্টল বা শপ খুলেন তাহলে আপনার বেচা কেনা বেশ ভালোই হবে।