ভারতের প্রত্যেক ব্যক্তির কাছেই ডেবিট কার্ড তথা এটিএম কার্ড রয়েছে। এই এটিএম কার্ডের মাধ্যমে তারা এটিএম মেশিন (ATM machine) থেকে নগদ টাকা উত্তোলন করতে পারেন, আবার এটিএম কার্ডের মাধ্যমে শপিং করার পর তার বিল পরিশোধও করতে পারেন। কিন্তু ভারতের প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু ডেবিট কার্ড তথা এটিএম কার্ড সঠিক ভাবে ব্যবহার করে জানে না। ফলে প্রায়শই ঘটে ব্যাংক একাউন্ট জালিয়াতির ঘটনা। একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রায় প্রত্যেক দিন অন্ততপক্ষে ২ থেকে ৩ জন এটিএম কার্ড প্রতারণার শিকার হন, এবং ফাঁকা করে ফেলেন ব্যাংক একাউন্ট। আর এই ব্যাপারে সবাইকে সতর্কও করে RBI।
এটিএম কার্ড কিভাবে ব্যবহার করবেন? জানুন, এই ৩ ভুলের কারণে আপনিও কিন্তু এটিএম প্রতারণার শিকার হতে পারেন। পড়ুন সম্পুর্ন এই প্রতিবেদনটি।
এই ৩ ভুল কখনো করবেন না:
১) এটিএম কার্ডের পিন নম্বর লিখে রাখা: প্রায়শই লোকেরা তাদের এটিএম কার্ডের পিন নম্বর মনে রাখার জন্য লিখে রাখেন। এটা মারাত্মক একটি ভুল। কখনো করতে যাবেন না। আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।
২) এটিএম কার্ডের তথ্য সেয়ার করা: এটিএম কার্ডের তথ্য অন্য কারো সাথে সেয়ার করা উচিত নয়। আপনি যদি এটি করেন তাহলে প্রতারণার শিকার হবেন আপনি। এটিএম কার্ডের তথ্য সর্বদা গোপন রাখা জরুরি।
৩) এটিএম কার্ডের পিন: অনেকেই আছে যারা কিনা এটিএম কার্ডের পিন নম্বর নিজের জন্মদিন, ফোন নম্বর অথবা স্পেশাল কোন দিনের সঙ্গে মিলিয়ে রাখেন। আর এটা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটিএম কার্ডের পিন সবসময় এমন হওয়ার উচিত যেগুলো সনাক্ত করা কঠিন।