Saturday, September 7, 2024

এই ৩ ব্যাবসা করে মাসে আয় ৫০-৬০ হাজার টাকা! কিছু না হোক অন্ততপক্ষে ফ্যামিলি নিয়ে চলে যাবে জীবন

যদি আপনি জীবনে অনেক বড়োলোক হতে চান তাহলে আপনাকে চাকরির (job) আশা ছাড়তে হবে। চাকরির আশা ছেড়ে আপনাকে এমন কোনো ব্যবসা (business) শুরু করতে হবে যেটার চাহিদা বতর্মান সময়ে তো থাকবেই, সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মেও যেন সমানভাবে চাহিদা থাকে।। সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে রোজগার একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাধা থাকে। বর্তমান সময়ে যেভাবে দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে এরূপ পরিস্থিতিতে ছোটখাটো চাকরি করে জীবনেও বড়লোক হওয়া যায় না। আজকে আপনাদের সঙ্গে এমন তিনটি বিজনেস আইডিয়া শেয়ার করবো,যেই ব্যবসার চাহিদা বর্তমানে তো রয়েছেই, সেই সঙ্গে ভবিষ্যতে যত দিন যাবে ততোই এর চাহিদা বাড়বে। কম টাকা দিয়ে এই তিনটি ব্যবসা শুরু করলে,নিশ্চিতভাবে বলা যায় যে আপনি খুব কম সময়েই প্রচুর টাকা রোজগার করে একজন সফল ব্যবসায়ী হতে পারবেন।।

প্রথমত, বিজনেস কনসালটেন্সি;- 

বিজনেস কনসালটেন্সি হলো এমন এক ধরনের ব্যবসা, যেই ব্যবসা সম্পর্কে হাতে গোনা কিছু লোক জানেন। ফলে যেই সমস্ত লোক এই ব্যবসা নিয়ে কাজ করছেন, তারা প্রচুর টাকা রোজগার করতে পারছেন। বিজনেস কনসালটেন্সি জিনিস টা কী সেটা সংক্ষেপে জেনে নিন। ধরুন আপনার কাছে কেউ জানতে চাইলো যে, কোন ব্যবসা সবথেকে কম টাকা দিয়ে শুরু করা যায়? তখন আপনি ভেবে চিন্তে তাকে উওর দিলেন এবং কিভাবে ব্যবসা করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন। এইভাবে যেই কাজ কিছু কোম্পানি করে থাকে সেটাই হলো বিজনেস কনসালটেন্সি। অর্থাৎ অন্যকে ব্যবসার আইডিয়া এবং যাবতীয় তথ্য দেওয়াই হলো এই ব্যবসার কাজ। কম খরচে এই ব্যবসা শুরু করেও আপনি কয়েক লক্ষ টাকা পযর্ন্ত রোজগার করতে পারেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দ্বিতীয়ত, প্রিন্টিং এর ব্যবসা ;-

বতর্মানে কম টাকা দিয়ে প্রিন্টিং এর ব্যবসা শুরু করেও প্রচুর টাকা রোজগার করা যায়। প্রিন্টিং মেশিন কিনে আপনি বাড়িতেই কফি কাপ, টি-শার্ট, মোবাইল কভার ছাড়াও অন্যান্য জিনিসপত্র প্রিন্ট করে মোটা টাকা রোজগার করতে পারবেন।। প্রিন্টিং এর ব্যবসা এমন যে, আপনি 50-60 টাকায় টি-শার্ট কিনে সেটার ওপর নিজের পছন্দের ডিজাইন দিয়ে,সেটা অনায়াসেই 100 থেকে 150 টাকায় সেল করতে পারবেন। তাই এই ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ থাকে। ইউটিউব থেকে আপনি এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।।

Rupee

তৃতীয়ত,এল্ডার কেয়ার;- 

বতর্মানে ভালো ব্যবসার আইডিয়া হিসেবে আপনি এল্ডার কেয়ার সেন্টার খুলতে পারেন। শহরের দিকে ব্যস্ত পরিবারগুলোতে এমন কিছু বয়স্ক মানুষ থাকেন যাদের দেখভাল করার মতো একজনকে প্রয়োজন হয়। কিন্তু সবসময়ই এমন মানুষ খুজে পাওয়া যায় না যারা সঠিকভাবে দেখাশোনা করতে পারবে। কিন্তু এরকম লোকের জন্য সবাই খোজ করতে থাকে। আপনি এই সুযোগ টাই কাজে লাগাতে পারেন। আপনি নিজস্ব একটা নার্স-আয়া সেন্টার খুলে সেই সমস্ত লোকের সাথে যোগাযোগ করতে পারেন যাদের নার্স বা আয়ার প্রয়োজন। এতে যেমন সেই পরিবারের উপকার হবে, তেমনি আপনার উপকার হবে। আর এর চেয়েও বড়ো কথা- আপনি অন্যের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo