Saturday, September 7, 2024

ভাগ্য খুললো রাজ্য বাসীর! এই রাজ্যের বাসিন্দা হলেই মিলবে এবার বিনামূল্যে জমি, আবেদ করুন এভাবেন

রাজ্য ও কেন্দ্র সরকার মিলে প্রায়শই জনকল্যাণমূলক স্কিম বের করে দেশবাসীর জন্য। আর এর থেকে পিছিয়ে নেই আমাদের রাজ্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata banerjee)। তিনি এমন অনেক সরকারি প্রকল্প চালু করেছেন যেই প্রকল্পের সুবিধা পেয়ে সরাসরি উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। তবে এবারে শোনা যাচ্ছে যে রাজ্যের বাসিন্দাদের জন্য আরো একটি প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার দেয়া হবে সবাইকে ৫ একর জমি। জেনে নিন এর জন্য কি কি করতে হবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যাদের জায়গা জমি নেই এবং যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত এমন মানুষদের এবার বিনামূল্যে ৫ একর জমি দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গৃহ নিজ ভূমি নামের এই প্রকল্পটি ২০১১ সালে চালু করা হয়েছিল, তখন এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছিলেন ২ লক্ষ ১৯ হাজার ৫০০ জন।

গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদনের পক্রিয়া:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) প্রথমত এই প্রকল্পে সুবিধা পাবেন শুধু এই রাজ্যের বাসিন্দারা। ) গৃহ নিজ ভূমি প্রকল্পের মাধ্যমে যারা কেবল নিম্নবিত্ত সম্প্রদায় এবং যে সমস্ত মানুষের ঘরবাড়ি সমস্যা রয়েছে তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ) এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে কেউ গৃহ নিজ ভূমি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ) আবেদনকারীকে চাষবাস, পশুপালন, মৎস্যচাষ, কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলেই তিনি বিনামূল্যে ৫ একর জমি পাবেন।

Sarkari scheme

কিভাবে আবেদন করবেন?

আপনি শুধুমাত্র একটি উপায়ে গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে অফলাইনে। গৃহ নিজ ভূমি প্রকল্পের ফর্ম অনলাইন থেকে ডাউনলোড (download) করে সেই ফর্ম পুরন করে জমা দিতে হবে B.L & L.R অফিসে। সেই সঙ্গে আবেদনকারীর অবশ্যই থাকতে হবে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড।

আপনার জন্য
WhatsApp Logo