দেশের কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করতে কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগের বারও পিএম কিষাণ সম্মান নিধির যোজনার v(pm Kisan Nidhi Yojana) মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছিল ১৩ তম কিস্তির টাকা। তাই এবারে প্রক্রিয়া চলছে ১৪ তম কিস্তির টাকা পাঠানোর। কিন্তু এমন বহু কৃষক আছেন যারা কিনা ১৩ তম কিস্তির টাকা এখনও পাননি। তাই এবারে ১৪ তম কিস্তির টাকার পাঠানোর আগে সেরে ফেলুন কয়েকটি বিশেষ কাজ তাহলেই আপনি ১৩ এবং ১৪ তম কিস্তির টাকা দুটোই একসঙ্গে পাবেন।
১৪ তম কিস্তির টাকা পেতে হলে সেরে ফেলুন এই ৩ বিশেষ কাজ:
১) পিএম কিষাণ সম্মান নিধির যোজনার ১৪ তম কিস্তির টাকা পেতে হলে আপনার আবেদন পত্রটি ভালো ভাবে যাচাই-বাছাই করে দেখুন। কোথায় কোন ভুল নেইতো তা ভালো করে খুঁটিয়ে দেখুন। যদি কাগজপত্রে কোন ভুল থাকে তাহলে তা সংশোধন করে ফেলুন।
২) পিএম কিষাণ সম্মান নিধির যোজনার ১৪ তম কিস্তির টাকা পেতে হলে kyc করা বাধ্যতামূলক। ১৩ তম কিস্তির টাকা অনেকেই পাননি এই kyc না করার জন্য। আপনি খুব সহজেই পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার kyc সম্পন্ন করতে পারবেন।
৩) ১৪ তম কিস্তির টাকা পেতে হলে জমির রেকর্ড যাচাই করা প্রয়োজন। ১৪ তম কিস্তির টাকা আসার আগেই এই কাজ সারতে হবে আপনাকে। নয়তো টাকা পেতে বিষ্ময় হতে পারে।
বিঃদ্রঃ- এর আগে অনেকেই পিএম কিষাণ সম্মান নিধির যোজনার ১৩ কিস্তির টাকা পাননি। তাই এবারে ১৪ তম কিস্তির আসার আগে কিষাণ সম্মান নিধির যোজনার সমন্বিত ৩ কাজ করলে আপনি ১৪ তম কিস্তির সাথে ১৩ তম কিস্তির টাকা একসঙ্গে পাবেন।