Friday, November 22, 2024

দেশে বেড়েই চলেছে আধার প্রতারণা! বাঁচতে এখুনি লক করুন নিজের আধার কার্ড, জানুন ধাপে ধাপে পদ্ধতি

দেশে বেড়েই চলেছে আধার (Addhar) প্রতারণা। আধার কার্ডের মাধ্যমেই ফাঁকা হয়ে যাচ্ছে বহু মানুষের ব্যাংক একাউন্ট। যেহেতু আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি এটি ছাড়া যে কোন সরকারি কাজ কিংবা বেসরকারি কাজ সম্পুর্ন হয়না, এমনকি ব্যাংক একাউন্ট খুলতে গেলেও লাগে আধার কার্ড, এজন্য আধার কার্ড ব্যবহার করে হ্যাকাররা খুব সহজেই আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা করে দিতে পারে। আর আপনি যদি এই আধার প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে এখুনি লক করে রাখুন নিজের আধার কার্ড। জানুন ধাপে ধাপে পদ্ধতি।

UIDAI ডিজিটাল সুরক্ষা দিতে আধারের একটি বিশেষ ফিচার চালু করেছিল, যার নাম হচ্ছে আধার লকিং সিস্টেম (Addhar Locking System) যার মাধ্যমে আপনি আপনার আধার কার্ড লক করে রাখতে পারেন খুব সহজে, এর ফলে আপনার আধার কার্ড আপনার অনুমতি ছাড়া কেউই ব্যবহার করতে পাবে না। যদি আধার কার্ড ব্যবহার করতে হয় এ ক্ষেত্রে অনুমতির নিতে হবে আপনার কাছ থেকে। এক কথায় বলতে গেলে লক করা আধার কার্ড কোথাও ভেরিফিকেশন (verification) করা যাবে না। এবং এর জন্য একটি ভার্চুয়াল আধার আইডি (Virtual Aadhar ID) দেয়া হবে আপনাকে সেটি ব্যবহার করেই এই ভেরিফিকেশনের কাজ হবে। তবে আপনি চাইলে আপনার আধার কার্ড আবারো লক থেকে আনলক করতে পারবেন।

এভাবে লক করুন আধার কার্ড:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar card lock unlock features

আধার কার্ড লক করার জন্য আপনাকে সর্বপ্রথম 1947 এই নম্বরে একটি SMS করতে হবে। SMS এ লিখতে হবে GETOTP এবং শেষে আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা বসিয়ে ওপরে দেওয়া একই নম্বরে SMS করে দিতে হবে। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে UIDAI এর তরফ থেকে 6 সংখ্যার একটি OTP আসবে। এরপর আবারো 1947 নম্বরে আপনাকে SMS পাঠাতে হবে এবং সেই SMS আপনাকে এবার লিখতে হবে LOCKUIDL এবং শেষে আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা বসিয়ে SMS sent করে দিতে হবে 1947 নম্বরে। আর এভাবেই আপনার আধার কার্ডটি খুব সহজেই লক হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo