Wednesday, September 18, 2024

HDFC থেকে SBI এই ৬টি ব্যাংক FD তে দিচ্ছে 9.5 শতাংশ হারে সুদ, এর চেয়ে ভালো সুযোগ আর হয়না

এবার বাড়িতে বসেই দারুন আয় করার সুযোগ রয়েছে, মাসে মাসে ব্যাংকে ঢুকতে চলেছে বেশ ভালো পরিমাণে টাকা। কারণ ভারতের সবচেয়ে বড় দুটি ব্যাংক SBI এবং HDFC সহ আরো 4টি ব্যাংক দিচ্ছে fix deposit- এর উপরে 9.5 শতাংশ হারে সুদ। তাই এর চেয়ে বড় সুযোগ আরা কি বা হতে পারে। তাই জেনে নিন সেই ৬ ব্যাংকের বিষয়ে বিস্তারিত।

এই ৬টি ব্যাংক দিচ্ছে FD তে 9.5 শতাংশ হারে সুদ:

১) Fincare Small Finance Bank: প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাংক FD তে দিচ্ছে 9.1 শতাংশ হারে সুদ। অন্যদিকে এই ব্যাংকের সাধারণ সুদের হার থাকে 8.41 শতাংশ।

২) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাংক দিচ্ছে 1001 দিনের মধ্যে FD- তে 9.50 শতাংশ হারে সুদ। অন্যদের জন্য একই মেয়াদের জন্য এই ব্যাংকে সুদের হার থাকে 9 শতাংশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) Utkarsh Small Finance Bank : প্রবীণ নাগরিকদের 700 দিনের মধ্যে FD তে 9 শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাংক। তবে সাধারণ মানুষের জন্য এই ব্যাংকের সুদের হার থাকে 8.25 শতাংশ।

৪) Equitas Small Finance Bank : প্রবীণ নাগরিকদের এই ব্যাংক দিচ্ছে 888 দিনের মধ্যে FD তে 9 শতাংশ হারে সুদ। সাধারণত নাগরিকদের জন্য এই ব্যাংকের সুদের হার থাকে 8.5 শতাংশ।

SBI

৫) State Bank of India: SBI অমৃত কালাশ স্পেশাল FD স্কিমের মাধ্যমে 7.10 শতাংশ হারে সুদ দিচ্ছে। অপরদিকে প্রবীণ নাগরিকদের জন্য 7.6 শতাংশ হারে সুদ দিচ্ছে SBI।

৬) HDFC Bank: প্রবীণ নাগরিকদের 7.75 শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাংক। অন্যদিকে এই ব্যাংকের সাধারণ সুদের হার থাকে 7 শতাংশ।

আপনার জন্য
WhatsApp Logo