আর দুই একদিন পরেই শুরু হচ্ছে মে মাস (may)। আর এই মে মাসের শুরুতেই দেশ জুড়ে পরিবর্তন হতে চলছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মে মাস থেকে পুরো দেশব্যাপি লাগু হচ্ছে এই নতুন নিয়ম গুলো। পাল্টাতে চলেছে ৪টি নিয়ম। এর মধ্যে রয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। এছাড়াও ১১ দিন ছুটি থাকবে ব্যাংক এই মে মাসেই। আর বিস্তারিত তথ্য দেয়া হলো নিচে।
মে মাসে এই ৪টি নিয়ম পরিবর্তন হতে চলেছে:
১) ব্যাংকের ছুটিঃ মে মাস শুরু হতে না হতেই ১১ দিন বন্ধ থাকবে ব্যাংক। গ্রাহকরা যাতে অসুবিধার মধ্যে না পড়েন এর জন্য RBI জারি করেছে ব্যাংক ছুটির লিস্ট। ব্যাংক ছুটির তালিকা পড়ুন এখানে ক্লিক করে।
২) পেট্রোল ও ডিজেল: পেট্রোল- ডিজেলের সাথে এবার CNG গ্যাসের দামেরও পরিবর্তন হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে মে মাসে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মে মাসেও পেট্রোল ও ডিজেলের দাম উর্দ্ধমুখী থাকতে চলেছে।
৩) রান্নার গ্যাসের দাম: মে মাসে রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price) পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। কারণ সরকার তেল ও গ্যাসের দাম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলোর হাতে ছেড়ে দিয়েছে। ফলে গ্যাসের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে মে মাসে।
৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়ম পরিবর্তন: ১ মে থেকে পরিবর্তন হতে চলেছে PNB-র এটিএম রুলস। অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার সময় গ্রাহকের একাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স (Balance) না থাকে তাহলে ট্রানজেকশন (transaction) ফি চার্জ হিসেবে ১০ টাকা কেটে নেয়া হবে তার থেকে।