বর্তমানে যারা সরকারি চাকরির খোঁজ ছেড়ে দিয়ে ব্যবসার দিকে ঝুঁকে পড়েছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে একটি স্মল বিজনেস আইডিয়া শেয়ার করতে চলেছি। আজকে আপনাদের সঙ্গে যেই ব্যবসা সম্পর্কে আলোচনা করবো,সেই ব্যবসা আপনি খুবই কম টাকা থেকে শুরু করতে পারবেন এবং সেই সঙ্গে, এই ব্যবসায় ননতো আপনাকে খুব বেশি খাটনি করতে হবে আর না তো এখানে খুব বেশি ক্ষতি বা লস হওয়ার সম্ভাবনা থাকবে।
বর্তমানে আপনি দেখে থাকবেন শহর হোক বা গ্রাম- সব জায়গায় নিজের বাড়ির চারপাশ সুন্দর করে তুলতে অনেকেই ভালো ভালো ফুলের ছাড়া এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের সুন্দর গাছ লাগাতে পছন্দ করেন। এর ফলে শহর এবং গ্রাম উভয় জায়গাতেই সুন্দর ফুলের চারা এবং সুন্দর গাছ গাছড়ার চাহিদা রয়েছে অনেক। আপনি চাইলে এই চাহিদাটাকে ব্যবসার আইডিয়া হিসেবে কাজে লাগাতে পারেন। যদি আপনার নিজস্ব কোনো জমি থেকে থাকে, তাহলে আপনি সেই জায়গাটা কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ফুল এবং গাছের চারার ব্যবসা করতে পারেন।।
ফুল এবং গাছের চারার ব্যবসা শুরু করার জন্য আপনার খুব বেশি টাকার প্রয়োজন হবে না। আপনি আপনার নিকটবর্তী কোনো বড়সড়ো নার্সারি থেকে খুবই কম দামে সুন্দর সুন্দর ফুলের এবং বিভিন্ন ধরনের সুন্দর গাছের চারা পেয়ে যাবেন। তবে এর জন্য আপনার একটা জমির প্রয়োজন হবে। যদি আপনার নিজস্ব কোনো জমি না থেকে থাকে তাহলে আপনি জমি ভাড়া নিতে পারেন। প্রথমে আপনি কম টাকা থেকে এই ব্যবসা শুরু করে দেখতে পারেন।
ফুলের চারা এবং গাছে চারার ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি হয়। কারণ এক্ষেত্রে একটি ফুলের বা গাছের চারা পাইকারি হিসেবে আপনি ১০০-১৫০ টাকাতেও পেয়ে যাবেন। আর যখন আপনি সেগুলো বিক্রি করবেন তখন আপনি সেগুলো সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। অল্প সময়ে আপনার ব্যবসা বাড়ানোর জন্য আপনি নিজের এলাকায় আপনার ব্যবসার বা আপনার দোকানের বিজ্ঞাপন দিতে পারেন। এর ফলে অল্প সময়ে আপনার ব্যবসা নিজের এলাকায় পরিচিতি লাভ করবে এবং আপনার সেল দিনের পর দিন বাড়বে। ফলে ফুলের এবং গাছের চারার ব্যবসা করে আপনি অনায়াসেই এই মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা রোজগার করতে পারবেন।।