প্রতিমাসে পাবেন ৫০ হাজার টাকার বেশি! শুধুমাত্র SBI নিয়ে এলো তাদের গ্রাহকদের জন্য এই বিশাল অফার

ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) মাঝেমধ্যেই দুর্দান্ত সব স্কিম নিয়ে হাজির হয়। যেই স্কিমের সরাসরি লাভ উঠিয়ে উপকৃত হন SBI- এর কোটি কোটি গ্রাহক। তাই এবারেও SBI তাদের গ্রাহকদের জন্য তেমনি কিছু নিয়ে হাজির হয়েছে। সেখানে আপনি প্রতিমাসে ঘরে বসে পাবেন ৫০ হাজার টাকা। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? অবিশ্বাস্য মনে হলেও এ কথা সত্য যে আপনি ঘরে বসে মাসে ৫০ হাজার টাকা পাবেন SBI এর একটি বিশেষ স্কিমে মাত্র সামান্য কিছু টাকার বিনিয়োগ করে।

SBI- এর এই স্কিমের নাম হচ্ছে, রেকারিং ডিপোজিট স্কিম (recurring deposit scheme)। যাতে পাওয়া যাচ্ছে দুর্দান্ত সুদ। অপর দিকে আপনি যদি প্রবীণ নাগরিক তাহলে SBI- এর এই স্কিমে আপনাকে দেওয়া আরো অতিরিক্ত সুদ। চলুন যেনে নেয়া যাক SBI- এর এই রেকারিং ডিপোজিট স্কিমের ব্যাপারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI

মাসে ৫০ হাজার টাকা পেতে হলে ৫ বছরে জন্য আপনাকে SBI- এর রেকারিং ডিপোজিট স্কিমে একটি একাউন্ট খুলতে হবে। এরপর প্রতিমাসে ৫ হাজার টাকা করে জমা দিতে হবে আপনাকে। এতে করে SBI আপনাকে দেবে ৬.৭৫ শতাংশ হারে সুদ, এরপর যখন আপনার একাউন্ট ম্যাচিওর হবে আপনি পাবেন অতিরিক্ত ৫৭ হাজার ৬৫৮ টাকা। এবং এই টাকা আপনি পাচ্ছেন ১ বছরে ৬০ হাজার টাকা বিনিয়োগ করে। অপরদিকে আপনার ৫ বছরের জন্য বিনিয়োগ করা টাকা গিয়ে দাড়াচ্ছে ৩ লাখে, সেক্ষেত্রে ৫ বছর পর আপনি পাচ্ছেন অতিরিক্ত ৫৭ লাখ ৬৫৮ টাকা। এবং মেয়াদপূর্তির সময় আপনার হাতে থাকবে মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৬৫৮ টাকা। অপরদিকে আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তাহলে SBI- এর রেকারিং ডিপোজিট স্কিমে আপনাকে দেয়া হবে ৬.৭৫ থেকে ৭.২৫ শতাংশ সুদ। তবে এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের মাত্র ১০০ করে বিনিয়োগ করার সুযোগ রয়েছে SBI- এর এই স্কিমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment