SBI Asha Scholarship 2023 : আমাদের রাজ্যের মেধাবী কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বা দরিদ্র ঘরের ছেলেমেয়েদের আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছেন। রাজ্যের এই সমস্ত স্কলারশিপ ছাড়াও রাজ্যের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরতো ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ভারতীয় স্টেট ব্যাংক একটা স্কলারশিপ চালু করেছে,যার নাম হল SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship 2023). এই স্কলারশিপের মাধ্যমে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বার্ষিক ১৫ হাজার টাকা দেওয়া হয়।। এক্ষেত্রে এসবিআই আশা স্কলারশিপের জন্য যে কেউ অনলাইন আবেদন করতে পারে। SBI আশা স্কলারশিপের- জন্য কী যোগ্যতা লাগবে? কত শতাংশ নম্বর পেতে হবে? কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে-এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
SBI আশা স্কলারশিপের- জন্য কী যোগ্যতা লাগবে?
SBI আশা স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা বলতে সেরকম কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এক্ষেত্রে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে কোনো ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে সবাই বলতে সেই সমস্ত ছেলে মেয়েই আবেদন করতে পারবে যার পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার নিচে হবে। এছাড়াও তাকে বিগত বছরের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে।।
SBI আশা স্কলারশিপের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে?
SBI আশা স্কলারশিপ পাওয়ার জন্য সেই সমস্ত ডকুমেন্টস-ই প্রয়োজন যেগুলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য প্রয়োজন হয়ে থাকে। যেমন-
• নিজের আধার কার্ড
• কাস্ট সার্টিফিকেট
• ইনকাম সার্টিফিকেট
• বিগত বছরের পরীক্ষার মার্কশিট
• ভর্তির রশিদ
• ব্যাংক একাউন্ট ছাড়া অন্যান্য কিছু সাধারণ প্রমাণপত্র।
SBI Asha Scholarship 2023 Online Application Process:
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে সবার প্রথমেই SBI Asha Scholarship– লিখে সার্চ করতে হবে গুগলে। এরপর অফসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে সেখানে Apply Now অপশন দেখতে পাবে ম সেই অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। এরপর সেখানে এই স্কলারশিপের জন্য আবেদন করার যে ধাপ গুলো দেখতে পাবে, সেই সমস্ত ধাপ পূরণ করার মাধ্যমে আবেদন করতে পারো। মনে রাখবে এখানে আবেদন করার শেষ তারিখ হলো ২০২৩ সালের এপ্রিল মাসের ৩০ তারিখ।।