Monday, September 16, 2024

রোজা হবে জমে ক্ষীর, রমজান মাসে রেশনে থাকছে দারুন দারুন সব আইটেম! খুশির হাওয়া সংখ্যালঘুদের

দেশে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন ৮০ কোটি মানুষ। সাধারনত করোনা অতিমারির পর থেকে দেশবাসীকে বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য ও কেন্দ্র সরকার। শোনা যাচ্ছে যে, আগামী ২০২৪ সাল পর্যন্ত এই বিনামূল্যের রেশন দেওয়া প্রক্রিয়া চালু থাকবে। আর এটা অত্যন্ত খুশির খবর দেশবাসীর জন্য। কিন্তু আরো একটি খুশির খবর আমরা জানতে চলেছিল আপনাদেরকে। যেটা শুনতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে আপনাদের।

আপনি হয়তো জানেন যে, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের রোজার মাস চলছে। আর এই রোজার মাস শেষ হলেই শুরু হবে খুশির ইদ (EID)। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের কথা মাথায় রেখে এবারে রেশনে দেওয়া হবে রমজান উপহার। তাই আপনি যদি একজন মুসল্লী হয়ে থাকেন এটা আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। যদিওবা আপনি অন্য কোন ধর্মের মানুষও হয়ে থাকেন তাহলেও এটা আপনার জন্য আনন্দদায়ক। মোট কথা হলো এখানে ধর্মের কোন বিষয় নয়। আসলে রমজান উপলক্ষে রেশনে একাধিক আইটেম দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলুন যেনে নেওয়া যাক রমজানে এবারে কি কি থাকছে রেশনে।

Ration Special Package For Ramadan month

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতি মাসেই রেশনে কি কি সামগ্রী দেয়া হবে তা আগে থেকেই পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রেশন কার্ড হোল্ডারদের, যাতে কেউ ঠকে না যায়। তাই এপ্রিল মাসেও রেশনে কি কি সামগ্রী দেওয়া হবে তার একটি লিস্ট জারি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রমজান উপলক্ষে এবারে রেশনে, AAY এবং SPHH কার্ড প্রাপ্ত হোল্ডারদের দেওয়া হবে ১ কেজি চিনি ৩২ টাকায়, ১ কেজি ছোলা ৪৯ টাকায়, ১ কেজি করে ময়দা ৩০ টাকায় দেওয়া হবে। এছাড়াও AAY কার্ডধারী রেশন কার্ড হোল্ডারদের জন্য চিনি থাকছে ১৩ টাকা ৫০ পয়সায় ছাড়ে মাত্র ৩২ টাকায়।

জানিয়ে দেই যে, রমজান স্পেশাল রেশন প্যাকেজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ মার্চ থেকে, চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

আপনার জন্য
WhatsApp Logo