বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট হলো এমন একটি জিনিস যেটা টাকা লেনদেন সংক্রান্ত সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকে। নিজের টাকায় কি ভালো জায়গায় সহ্য করে রাখার জন্য যেমন ব্যাংক একাউন্টের প্রয়োজন হয় ঠিক একইভাবে আপাতকালীন পরিস্থিতিতে টাকার প্রয়োজন হলে আমাদের ব্যাঙ্ক-ই ভরসা। সেই কারণে বর্তমানে প্রায় সকলেরই ব্যাংক একাউন্ট রয়েছে।। কিন্তু এখনো পর্যন্ত ভারতে এমন অনেক জনগণ রয়েছেন যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাদের যাতে ব্যাংকিং সুবিধার আওতায় আনা যায় সেই কারণে প্রধানমন্ত্রী জন ধন প্রকল্পের মাধ্যমে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছেন। এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সবথেকে বড় সুবিধা হল এই যে, এখানে আপনাকে নিজের ব্যালেন্স মেইনটেইন করতে হয় না। অর্থাৎ আপনি এখানে আপনার জমানো সমস্ত টাকাই তুলে নিতে পারবেন বা বলা যায় এখানে আপনাকে এক টাকাও জমা করতে হবে না। এছাড়াও এই একাউন্টের সবচাইতে বড় সুবিধা হল এই যে-আপনি চাইলে এখানে এক পয়সা জমা না করেও ১০,০০০ টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন।। তো আপনি কিভাবে এই জিরো ব্যালেন্স একাউন্ট খুলতে পারবেন এবং আপনি বা কি করে এক টাকা না জমা করেও ১০,০০০ টাকা তুলতে পারবেন- এই সমস্ত বিষয়ে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।
যদি আপনার বয়স ১০ বছরের ওপরে হয়ে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী জন ধন প্রকল্পের অধীনে থাকা এই জিরো ব্যালেন্স একাউন্টটি খুলতে পারেন। আপনি আপনার নিকটবর্তী যে কোন ব্যাংকের শাখায় বা ব্যাংকে গিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার পর আপনি চাইলে এখানে টাকা রাখতে পারেন আবার না চাইলে নাম রাখতে পারেন কিন্তু তারপরেও আপনি এখান থেকে দশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন। প্রধানমন্ত্রী জন ধন প্রকল্পের অধীনে থাকা এই জিরো ব্যালেন্স একাউন্টটি আপনার ২ লক্ষ টাকার পথ দুর্ঘটনার এবং ৩০ হাজার টাকার জীবন বিমা পর্যন্ত কভার করবে।। এছাড়াও আপনি এই একাউন্টে জমা করা টাকার উপর খুব চড়াহারে সুদ পাবেন। যার ফলে এই অ্যাকাউন্ট খোলার পর আপনার অনেক দিকেই লাভ হবে। তাই যদি আপনি এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা নিতে চেয়ে থাকেন,তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন।।