দেশের দরিদ্র ও নিম্নবিত্ত আয়ের মানুষদের আর্থিক ভাবে সাহায্য করতে দেশ ব্যাপি বিভিন্ন স্কিম চালাচ্ছে কেন্দ্র সরকার। আর তার মধ্যে একটি স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মান্ধন যোজনা (Pradhan Mantri Shramyogi Mandhan Yojana)। যেখানে প্রতিমাসে মাত্র ৫৫ টাকা জমা করলেই মিলবে ৩ হাজার টাকা। জানা গেছে যে, এই স্কিমের মাধ্যমে দেশ ব্যাপি অসংগঠিত গরিব শ্রমিক এবং তাদের বার্ধক্য ও সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে হিসেবে এই স্কিমটি চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান্ধন যোজনায় অসংগঠিত বলতে যাদের বোঝানো হয়েছে তারা হচ্ছেন, যারা কোন কম্পানি কিংবা সংস্থাতে কাজ করেন না, বদলে ক্ষেতে যাদের সামান্য জমিজমা রয়েছে বা যারা অন্যদের জমিতে চাষাবাদ করে খান তাদেরই অসংগঠিত শ্রমিক বলা হয়েছে, এছাড়া আরোও অন্যান্যরা রয়েছে। এবং এরাই প্রধানমন্ত্রী শ্রমযোগী মান্ধন যোজনায় লাভ উঠাতে পারবেন। এবং প্রতিমাসে ৫৫ টাকা জমিয়ে পাবেন ৩ হাজার টাকা। এছাড়াও এদের জন্য আরো থাকছে পেনশনের সুবিধাও। তাহলে জেনে নেওয়া যাক এই স্কিমে আবেদন করতে হবে কিভাবে।
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান্ধন যোজনায় আবেদন করা আগে জানা উচিত যে দেশে এই মুহূর্তে ৪২ কোটি অসংগঠিত শ্রমিক রয়েছে যাদের মধ্যে কেউ কেউ রিকশা/ই-রিক্সা চালক, কেউ ইট-ভাটার শ্রমিক, কেউ মুচি, কেউ রাগ বাছাইকারী, কেউ রাস্তার ফল বিক্রেতা, কেউ মধ্যাহ্নভোজন শ্রমিক, কেউ হেড লোডার, কেউ গৃহকর্মী এবং ভূমিহীন শ্রমিক। এছাড়াও কেউ কৃষি শ্রমিক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ বিড়ির শ্রমিক, কেউ তাঁত শ্রমিক, কেউ চামড়া শিল্পের শ্রমিক, এবং কেউ অডিও-ভিজ্যুয়াল শ্রমিক বা অন্যান্য। এধরনের সব শ্রমিকরাই প্রধানমন্ত্রী শ্রমযোগী মান্ধন যোজনায় সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান্ধন যোজনায় আবেদন করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী CSC সেন্টারে যেতে হবে। এরপর একটি ফর্ম পূরণ করতে হবে। এবং যাবতীয় বিবরণ সবকিছু ওখান থেকেই জানিয়ে দেয়া হবে। জানিয়ে রাখি যে, এই স্কিমে ১৮ থেকে ৩০ বছর বয়সী লোকেদের ৬০ বছর পর্যন্ত প্রতিমাসে ৫৫ টাকা করে জমা রাখতে হবে। এরপর ৬০ বছর পর পেনশন হিসেবে তাঁরা প্রতিমাসে ঘরে বসে পাবেন ৩ হাজার টাকা। এছাড়াও যারা অসংগঠিত শ্রমিক নন তারাও এই স্কিম আবেদন করার সুযোগ পাবেন।