আমাদের দেশের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ বা দরিদ্র শ্রেণীর জনগণকে বিভিন্ন দিক থেকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের যোজনা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনা গুলির মধ্যে একটি হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা (Pradhan Mantri Matritva Vandana Yojana). এই যোজনার নাম শুনেই বোঝা যায় এটি মূলত সেই সমস্ত নারীদের জন্য যারা প্রথমবারের জন্য মা হবেন বা হয়েছেন। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার মাধ্যমে সরকার প্রথমবারের জন্য মা হবেন বা কিছুদিন আগে মা হয়েছেন- এমন মহিলাদের ৫০০০ টাকা দিয়ে আর্থিক সাহায্য করে থাকে। যদি আপনার পরিবারে এমন কেউ থেকে থাকে যে প্রথমবারের জন্য মা হবে বা কিছুদিন আগেই মা হয়েছেন, তাহলে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ যোজনা সম্পর্কে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।
গর্ভাবস্থায় এবং জন্মানোর পর একটি শিশুর সঠিক বিকাশের জন্য তার মায়ের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ পরিবারই এমন যারা টাকার অভাবে সেই পুষ্টিকর খাবারটা বাচ্চার মায়ের হাতে তুলে দিতে পারে না। এমন দরিদ্র পরিবার গুলো যাতে সেই পুষ্টিকর খাবারটা বাচ্চার মায়ের হাতে তুলে দিতে পারে সেই উদ্দেশ্যেই ২০১৭ সালে প্রথমবার এই যোজনা শুরু করা হয়েছিল।। এই যোজনার মাধ্যমে দরিদ্র পরিবারের মায়েদের তিনটি কিস্তির মাধ্যমে ৫ হাজার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে এক হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে দুই হাজার টাকা এবং সর্বশেষ কিস্তিতেও দুই হাজার টাকা দেওয়া হয়। এইভাবে মোট ৫,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
কিভাবে ৫,০০০ টাকা পাবেন?
মনে রাখবেন এই যোজনা শুধুমাত্র তাদের জন্যই যারা প্রথমবারের জন্য গর্ভবতী বা কিছুদিন আগেই মা হয়েছেন। যারা এমন মহিলা রয়েছেন তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক থাকতে হবে। এই সব কিছু থাকলে তাদের অনলাইনে অথবা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা নিজেদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা অফলাইনে আবেদন করতে চাইলে আপনি আপনার এলাকার আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।। যদি আপনি সঠিকভাবে আবেদন করেন তাহলে আপনি অবশ্যই তিনটি কিস্তিতে এই যোজনার ৫ হাজার টাকা পেয়ে যাবেন।।