Friday, November 22, 2024

৫ বছরে ৫ লাখ টাকা সুদ! পোষ্ট অফিসের এই স্কিমের ব্যাপারে জানেন মাত্র হাতেগোনা কয়েকজন

বর্তমানে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেদের ভবিষ্যৎকে অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত করতে ভালো একটি যোজনা বা প্রকল্পে কিছু টাকা জমিয়ে রাখতে চান। ভারতে টাকা জমিয়ে রাখার বা টাকা বিনিয়োগ করার জন্য অনেক বিকল্প রয়েছে। তবে সাধারণ মানুষ যে জায়গায় টাকা বিনিয়োগ করতে সবচাইতে বেশি পছন্দ করেন সেটা হলো ভারতীয় পোস্ট অফিস (post office)। কারণ এখানে সম্পূর্ণ ঝুঁকিহীনভাবে আপনি টাকা বিনিয়োগ এবং ফেরত পেতে পারেন। ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে এমন একটি স্কিম রয়েছে, যেখানে আপনি যদি পাঁচ বছরের জন্য কিছু টাকা জমা করেন, তাহলে সেখান থেকে আপনি শুধুমাত্র সাড়ে চার লক্ষ টাকা সুদ হিসেবেই ফেরত পাবেন।

২০২৩ সালের এপ্রিল মাসের পর থেকে পোস্ট অফিসের ছোটো বড় সব ধরনের স্কিমেই সুদের পরিমাণ বাড়ানো হয়েছে। পোস্ট অফিসের অন্যান্য স্কিমের মতো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা জাতীয় সঞ্চয় শংসাপত্রের ক্ষেত্রেও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। এখন থেকে যারা জাতীয় সঞ্চয়সংসাপত্রের নিজের টাকা বিনিয়োগ করবেন,;তারা এখন এই স্কিমে বার্ষিক ৭.৭% চক্রবৃদ্ধি সুদ পাবেন। চক্রবৃদ্ধি সুদ দেওয়ার ফলে আপনার বিনিয়োগ করার টাকার উপর আপনি চড়া হারে সুদের লাভ নিতে পারবেন।।

Post office scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনি জাতীয় সঞ্চয় শংসাপত্রে পাঁচ বছরের জন্য নিজের ১০ লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি প্রতি বছর আপনার বিনিয়োগ করা টাকার উপর ৭.৭% চক্রবৃদ্ধি সুদ পাবেন। প্রতিবছর ৭.৭% চক্রবৃদ্ধি সুদ বাড়ার ফলে ৫ বছর পর আপনার আসলেও ওপর সুদ বৃদ্বি পেয়ে হবে ৪,৪৯,০৩৪ টাকা। এবং আপনার সুদ এবং আসল মিলে হবে ১৪,৪৯,০৩৪ টাকা।। যদি আপনি পাঁচ বছর পরেও আপনার সুদ+আসল না তুলতে চান,তাহলে সেক্ষেত্রে পরবর্তী দুই বছর আপনার টাকা আপনার খাতাতেই থাকবে। এবং সেক্ষেত্রে আপনি কিছুটা সুদও পাবেন।। তাই যদি আপনার হাতে এমন কিছু টাকা থেকে থাকে যেটা আপনি বিনিয়োগ করবেন ভাবছেন,তাহলে সেটা আপনি অবশ্যই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo