দেশের কৃষকদের আর্থিক ভাবে সহায়তা করতে প্রতিবছরই তাদের ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা করে দিয়ে থাকে কেন্দ্র। তাই এবারেও খুব শীঘ্রই আসতে চলেছে ১৪ তম কিস্তির টাকা। তবে শোনো যাচ্ছে যে এবারে ১৪ তম কিস্তির টাকার সাথে কৃষকদের ব্যাংক একাউন্টে ৩৬ হাজার টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এতে উপকৃত হতে চলেছে দেশের কোটি কোটি কৃষকরা।
পিএম কিষাণ সম্মান নিধির যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মূল উদ্দেশ্য হচ্ছে দেশের কৃষকদের আর্থিক ভাবে লাভবান করা। তাই ১৪ তম কিস্তির টাকা আসার আগে প্রতি কৃষক এই ৩৬ হাজার টাকার পেনশনের সুবিধা নিতে পারবেন। এরজন্য ১৮ থেকে ৪০ বয়সী কৃষকদের ৫৫ টাকা করে বিনিয়োগ করতে হবে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে। তবে কৃষকেরা চাইলে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ভারত সরকারের উচ্চাভিলাষী প্রকল্পে (Ambitious Scheme)। এবং আবেদন করার পর প্রতিমাসে মিলবে ৩,০০০ টাকার পেনশন।
উচ্চাভিলাষী প্রকল্পে একজন কৃষক মাত্র ৫৫ টাকা করে বিনিয়োগ করলে ৬০ বছর পর তিনি ৩৬ হাজার টাকা পেনশন পাবেন। তবে এই ৩৬ হাজার টাকা একবারে না পেয়ে বরং অবসর সময়ে একজন কৃষক আস্তে আস্তে প্রতিমাসে ৩,০০০ টাকার করে তিনি তার ব্যাংক একাউন্টে পেনশন হিসেবে পেতে থাকবেন। এছাড়াও দুর্ভাগ্যবশত যদি কোন কৃষকের মৃত্যু হয় তাহলে এই প্রকল্পের অধীনে কৃষকের স্ত্রীকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। তবে শুধুমাত্র সেই কৃষকেরা এই উচ্চাভিলাষী প্রকল্পের সুবিধা নিতে পারবেন যাদের ২ হেক্টর বা তারও কম জমি আছে।