Friday, October 18, 2024

শুধু শুধু দেওয়া হয়নি! প্যান কার্ডে থাকা ১০টি নম্বরের রয়েছে বিশেষ অর্থ, জানেন না ৯৯% মানুষ

বর্তমানে প্রায় সকল সরকারি কাজকর্মের ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনি বেশিরভা সরকারি কাজকর্মে অনেক সুবিধা পাবেন। যদি আপনার প্যান কার্ড এখনো না থেকে থাকে তাহলে দেখা যাবে ভবিষ্যতে বেশিরভাগ সরকারি কাজকর্মের জন্য আপনাকে আটকে যেতে হবে এবং তখন আপনাকে বেশি পরিমাণ হয়রানির শিকার হতে হবে। সরকারি কাজকর্মে যাতে আটকে যেতে না হয় সেই কারণে এখন প্রায় সকলের প্যান কার্ড রয়েছে। এই প্যান কার্ডকে আরো গুরুত্বপূর্ণ করতে কিছুদিন আগেই সরকার থেকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে বলা হয়েছিল। যাইহোক যাদের প্যান কার্ড রয়েছে তারা সকলেই জানেন যে প্রত্যেকের প্যান কার্ডে একটি আলাদা নম্বর বা কোড থাকে। প্যান কার্ডে থাকা কোডের অর্থ কি বা এই কোডের মাধ্যমে কি বোঝানো হয়?- যদি আপনি তা না জেনে থাকেন তাহলে অনুরোধ করবো আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।।

যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন প্যান কার্ডের যে কোড দেওয়া থাকে, সেই কোডে কিছু ইংরেজি অ্যালফাবেট, সেইসঙ্গে কিছু নম্বর এবং পুনরায় একটা ইংরেজি এলফাবেট দেওয়া থাকে। আসলে এর মাধ্যমে আয়কর বিভাগ বুঝতে পারে যে আপনি কোন ধরনের মানুষ। অর্থাৎ আপনি হিন্দু নাকি মুসলিম পরিবারের,আপনি কোনো ব্যবসায়ী নাকি সাধারণ মানুষ,আপনি সরকারি নাকি বেসরকারি জায়গায় কাজ করেন এই ধরনের তথ্য। এখন যদি আপনি না বুঝতে পারেন যে ইংরেজি অ্যালফাবেট এবং ইংরেজি নম্বর এর মাধ্যমে আয়কর বিভাগ কী করে এটা বুঝতে পারে, তাহলে সেটা জানতে পারেন নিজের ছকটি খেয়াল করুন।

PAN card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্যান কার্ডের কোর্ড প্রথমে পাঁচটি ইংরেজি অ্যালফাবেট, পরে চারটি ইংরেজি সংখ্যা এবং সবশেষে পূনরায় একটি ইংরেজি আলফাবেট দেওয়া থাকে। প্যান কার্ডে প্রবেশ করা চতুর্থ বর্ণমালাটি দ্বারাই এটা বোঝানো হয় যে আপনি কোন ধরনের বা কোন শ্রেণির মানুষ।

যেমন-

যদি PAN কার্ডে G লেখা থাকে, তাহলে বুঝতে হবে সে সরকারের লোক।

যদি PAN কার্ডে H লেখা থাকে, তাহলে বুঝতে হবে সে হিন্দু লোক।

যদি PAN কার্ডে ফ লেখা থাকে, তাহলে বুঝতে হবে সেটা একটা ফার্মের কার্ড।

একইভাবে যদি PAN কার্ডে L, J লেখা থাকে, তাহলে বুঝতে হবে সে লোকাল, আর্টিফিসিয়াল জুডিশিয়াল ব্যক্তি।

সবশেষে যদি B থাকে, তাহলে তার মানে দাঁড়ায় সে একজন ব্যক্তি।

আপনার জন্য
WhatsApp Logo