যদি আপনিও একজন রেশন কার্ড হোল্ডার হয়ে থাকেন এবং বর্তমানে বিনামূল্য রেশন প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি বড় সুখবর রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী ২০ এপ্রিল থেকে রেশনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এবং এই পরিবর্তন সকলের জন্যই লাভদায়ক হবে। রেশনের ক্ষেত্রে কী নতুন নিয়ম আসবে এবং এতে আপনার কীবলাভ হবে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।।
আগামী ২০ই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দেশের ২৬৯ জেলার রেশনে একটা পরিবর্তন দেখা যাবে। এই বড় পরিবর্তনটা হলো এই যে- দেশের ২৬৯ টি জেলার রেশনে ফর্টিফায়েড চাল একদম পুষ্টিপূর্ণ চাল বিতরণ করা হবে।। পূর্বে রেশনে যেসমস্ত চাল দেওয়া হতো এখন থেকে সেই চালের অনেক গুণ ভালো মানের এবং পুষ্টিতে সমৃদ্ধ চাল দেওয়া হবে। ফলে যারা রেশনের চালের ওপর নির্ভরশীল এবং রেশনের চালকেই খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাদের আগের থেকে অনেকটাই বেশি উপকৃত হবেন।। সেইসঙ্গে ভালো এবং পুষ্টিকর চাল ব্যবহার করার ফলে শিশু এবং মহিলাদের রক্তাল্পতার সমস্যাও দূর হবে বলে আশা করা হচ্ছে।।
আমাদের দেশের প্রায় ৮০ শতাংশের বেশি মানুষ চালকে খাদ্য হিসাবে গ্রহন করেন। এরমধ্যে বেশিরভাগ টাই রেশনের চাল ব্যবহার করেন।ফলে রেশনের চাল যদি ভালো হয়, তাহলে সেইসমস্ত মানুষ যে অনেকটাই উপকৃত হবেন তাতে কোনো সন্দেহ থাকেনা।। কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন যে, এবছর দেশের শুধুমাত্র ২৬৯ টি জেলাতে এই নতুন নিয়মে চাল দেওয়া হলেও, ২০২৪ সালের মধ্যে দেশের ৭৫৩টি জেলার মধ্যে এই একই নিয়মে চাল দেওয়া হবে।।
বতর্মানে দেশে প্রায় ১৭ লক্ষ টন ফর্টিফায়েড চাল রয়েছে। ভারত একটি কৃষি প্রধান রাষ্ট্র হওয়ায় এখানে ফর্টিফায়েড চালের অভাব নেই।। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী )Narendra Modi) জানিয়েছেন এইসব চাল সরকারের আওতায় আনা হবে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ রেশনের চালকে খাদ্যচাল হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু আগামী ২০ এপ্রিল থেকে এই নতুন নিয়ম পশ্চিমবঙ্গে চালু হবে না। বতর্মানে এই নিয়ম শুধুমাত্র রাজস্থানের জেলাতেই চালু হবে। পরবর্তীকালে দেশের ৮০% জেলাতেই এই ফর্টিফায়েড চাল দেওয়া হবে।। ২০২৩ সালে না হলেও আশা করা যায় ২০২৪ সালে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও পরিপুষ্ট বা ফর্টিফায়েড চাল পাওয়া যাবে।