Friday, November 22, 2024

পাল্টে গেল নম্বর! এবার থেকে সিলিন্ডার বুক করলে মিলবে আরো তাড়াতাড়ি, নম্বরটি সেভ করে রাখুন

আজকাল প্রতিটা বাড়িতেই রান্নার গ্যাস সিলিন্ডার (LPG gas cylinder) রয়েছে। সকাল হতে রাত পর্যন্ত রান্না করার জন্য কাঠের উনুনের বদলে এখন গ্যাসেই রান্না করে থাকেন অনেকে। আর গ্যাসে রান্না করার বেশ সুবিধা রয়েছে, কারণ গ্যাসে রান্না করলে খাবার যেমন তাড়াতাড়ি রান্না হয় তেমনি আবার জ্বালানির জন্য গাছ কাটতেও হয়না। কিন্তু গ্যাসে রান্না করতে গিয়ে অনেকে আবার বেশ সমস্যার মধ্যেও পড়ছেন, বিশেষ করে যাদের ডবল সিলিন্ডার নেই এমন মানুষেরা একটি গ্যাস সিলিন্ডার খালি হয়ে গেল তা বুক (booking) করতে দিলে দেখা যায় সেই সিলিন্ডার ৩ থেকে ৪ দিন বাদে আসতে। আর এমন মানুষদের কথা ভেবে গ্যাস সিলিন্ডার বুকিং এ করা হলো আমুল পরিবর্তন।

এবার থেকে গ্যাস সিলিন্ডার বুক করার ২৪ ঘন্টার মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে দেয়া হবে সিলিন্ডার। আর এতে করে উপকৃত হবেন কোটি কোটি মানুষ। বিশেষ করে যাদের ডবল সিলিন্ডারের সুবিধা নেই এমন মানুষদের জন্য খুবই উপকারী হতে চলেছে গ্যাস সিলিন্ডার বুক করার এই নতুন সিস্টেমটি। জানা গেছে যে, LPG গ্যাস সিলিন্ডার বুক করার নতুন একটি নম্বর জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই এখুনি লিখে রাখুন সেই নম্বরটি।

LPG gas cylinder

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার থেকে 1800 22 4344 এই নম্বরে ফোন করে গ্যাস সিলিন্ডার বুক করলেই ২৪ ঘন্টার মধ্যে তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। তবে এই নম্বরে ফোন করে যারা গ্যাস সিলিন্ডার বুক করবেন তাদের ১৪ কেজির বদলে ৫ কেজির গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৪ কেজির গ্যাস সিলিন্ডার সহজে বহনযোগ্য নয় তাই সিলিন্ডার বুক করার ৩-৪ দিনের মাথায় তা ভেলিভারি (delivery) দেয়া হয়, কিন্তু ৫ কেজির গ্যাস সিলিন্ডার সহজেই বহনযোগ্য, এমনকি হাতে করে তা নিয়ে যাওয়া যায় যেখানে খুশি। তাই এই গ্যাস সিলিন্ডার যদি কেউ বুকিং করেন তাহলে তাকে ২৪ ঘন্টা বা তারও কম সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo