Wednesday, September 18, 2024

সব ব্যাংক ডুবে গেলেও ভারতের এই ৩টি ব্যাংক সবচেয়ে সুরক্ষিত, নাম প্রকাশ করলো RBI

আজকাল মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়। ব্যাংক দেউলিয়া হয়ে যাবার ভয়ে ব্যাংককে টাকা রাখতে দ্বিধাবোধ করেন অনেকেই। একই সঙ্গে আবার ব্যাঙ্কগুলিতে কমে যাচ্ছে সুদের হার! তবে এতো কিছুর পরেও মানুষ কিন্তু টাকা রাখার জন্য সেই ব্যাংক গুলোর উপরেই ভরসা রাখছে। কারণ কিছু করার নেই তাদের। আপনি হয়তো জানেন যে, এই মুহূর্তে দেশে প্রাইভেট ব্যাংকের সংখ্যা ২১, অন্যদিকে সরকারি ব্যাংকের সংখ্যা ১২। কিন্তু আপনি কি জানেন সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলোর মধ্যে দেশের সবচেয়ে সুরক্ষিত ব্যাংক কোন গুলো?

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI দেশের সুরক্ষিত ৩টি ব্যাংকের নাম ঘোষণা করেছে। দেশের সমস্ত ব্যাংক ডুবে গেলেও ঐ ৩টি ব্যাংক কখনো ডুববে না। RBI- এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে সুরক্ষিত ৩টি ব্যাংকের নাম হচ্ছে, ICICI Bank, SBI এবং HDFC। এই ৩টি ব্যাংক দেশের মানুষের জন্য সবচেয়ে সংরক্ষিত বলে জানায় RBI, ব্যাংক তিনটিকে সুরক্ষিত বলার কারণ সম্পর্কে RBI বলে যে, এই ৩টি ব্যাংকের উপরে সবসময় কড়া নজরদারি চালায় সরকার এবং RBI। তাই স্থায়ী আমানত রাখার জন্য কোনো চিন্তা করতে হবেনা।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI আরোও জানায় যে, ICICI Bank, SBI এবং HDFC এই ৩টি ব্যাংক কখনো মুখ থুবড়ে পড়বে না। কারণ এই ৩টি ব্যাংককে Domestic Systemically Important Banks/D-SIBs তালিকায় রাখা হয়েছে। তাই দেশের জনগণ এই ৩টি ব্যাংকের উপরে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo