আমাদের জীবনে কখনো কঠিন পরিস্থিতি এসে হাজির হবে সেটা সকলেরই অজানা। যেকোনো কঠিন পরিস্থিতি এসে হাজির হলে তখন অর্থের জন্য যাতে আমাদের এদিক-সেদিক ছুটি না বেড়াতে হয় এবং তৎক্ষণাৎ আমরা টাকার ব্যবস্থা করতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা ব্যাংকে টাকা সঞ্চয় করে রাখি। কিন্তু প্রশ্ন হলো,সমস্ত ব্যাংকে টাকা জমিয়ে রাখাই কি বুদ্ধিমানের কাজ? সমস্ত ব্যাঙ্ক কী সুরক্ষিত? এর উওর হ্যাঁ এবং না দুটোই। কারণ ভারতে এমন বহু ব্যাংক রয়েছে যেখানে টাকা রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয় এবং সেই সমস্ত ব্যাংক কখনোই সুরক্ষিত নয় আবার এমন অনেক ব্যাংক রয়েছে যেখানে টাকা রাখলে আপনার টাকা কোনদিনই হারানোর ভয় থাকবে না। কোন ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ? কোন ব্যাঙ্কে টাকা রাখলে টাকা হারানোর ভয় থাকবে না?-সেই নিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় RBI তিনটি ব্যাংকের নাম প্রকাশ করেছে, যেই তিনটি ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ এবং সবচেয়ে বেশি ভরসাযোগ্য।
সাধারণ জনগণ নিজের ভবিষ্যতের কথা ভেবে তিল তিল করে জমানো টাকাগুলো ব্যাংকে সঞ্চয় করে রাখেন। কিন্তু তারা যেই ব্যাংকে টাকা রাখছেন সেই ব্যাংক কতটা নিরাপদ এবং কতটা ভরসাযোগ্য-সেই বিষয়ে প্রশ্ন হয়তো তাদের মনে আসে না। কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ। আপনি যেই ব্যাংকে টাকা রাখছেন সেই ব্যাংক যদি ভরসাযোগ্য এবং নিরাপদ না হয় এবং কোনো কারণে হঠাৎ যদি সেই ব্যাংক ডুবে যায়,তাহলে কোনো ভুল ছাড়াই আপনি নিজের সমস্ত টাকা হারাবেন। আর তখন আপনার পথে বসা ছাড়া কোনো উপায় থাকবেনা। তাই যদি আপনি ব্যাঙ্কে টাকা রাখার কথা ভেবে থাকেন,তাহলে টাকা রাখার আগে আপনি যেই ব্যাংকের টাকা রাখবেন ভাবছেন,সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে সেটা কতটা নিরাপদ এবং কতটা ভরসা যোগ্য।
ভরসা করা যায় না এবং নিরাপদ নয়- এমন কোনো ব্যাংকে টাকা রেখে সাধারণ মানুষ যাতে নিজের সমস্ত সঞ্চয় না হারিয়ে ফেলেন এবং সর্বশ্রান্ত না হয়ে যান,সেই কথা মাথায় রেখেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষের জন্য Domestic Systemically Important Banks (D-SIBs) তালিকা প্রকাশ করেছিল। যেখানে ভারতের সবচেয়ে বেশি নিরাপদ এবং ভরসাযোগ্য তিনটি ব্যাংকের নাম তুলে ধরা হয়েছে। RBI প্রকাশিত তালিকায় যে তিনটি ব্যাংকের নাম রয়েছে,তা হলো- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI),এইচডিএফসি (HDFC) ও আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI)। যদি আপনি এই তিনটি ব্যাংকের মধ্যে যেকোনো একটিতে নিজের টাকা জমিয়ে রাখেন, তাহলে কোনোদিন আপনার টাকা হারানোর ভয় থাকবে না।।