Sunday, November 24, 2024

আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না? পাল্টে ফেলুন এভাবে, শিখে নিন একদম সহজ পদ্ধতি

আজকাল কার কাছে না আধার কার্ড (Addhar Card) রয়েছে। ভারতের প্রত্যেক ব্যক্তির কাছে যেমন ভোটার আইডি কার্ড (Voter id Card) রয়েছে তেমনি প্রত্যেক ব্যক্তির কাছে রয়েছে আধার কার্ড। কিন্তু সমস্যা হচ্ছে আধার কার্ডের ছবি নিয়ে (Adhar card photo)। কারণ আধার কার্ডে আপনার বিচ্ছিরি মুখমণ্ডলের ছবির সাথে আপনার বাস্তব ছবির সাথে কোন মিল নেই। তাই অনেকেই চায় যে আধার কার্ডের ছবি পাল্টে ফেলার বা আপডেট করতে। কিন্তু অনেকেই জানে না যে কিভাবে চেঞ্জ করতে হয় আধার কার্ডের ছবি। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলবো কিভাবে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন।

এভাবে পরিবর্তন করুন আধার কার্ডের ছবি:

আধার কার্ডের ছবি পরিবর্তন করা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য। কেউ বলেন যে ঘরে বসেই চেন্জ করা যায় আঁধার কার্ডের পুরনো ছবি। আবার কেউ বলেন, এর জন্য শুধু একটি স্মার্টফোনের প্রয়োজন এরপর আপনি অনলাইনে পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডের ছবি। কিন্তু আমরা আপনাকে জানাতে চাই যে একথা সত্য, যে আপনি ঘরে বসে অনলাইনে (online) আধার কার্ড ছবি পরিবর্তন করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টারে যেতেই হবে। ঘরে বসে শুধু আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার অ্যাপয়েন্টমেন্ট (Aadhar appointmen) বুক করে বিনা লাইন দিয়ে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানিয়ে দেই যে, UIDAI এখন পর্যন্ত আধার সংক্রান্ত কোন কাজ ঘরে বসে করার সুবিধা চালু করেনি। গ্রাহকরা শুধুমাত্র পোষ্ট অফিস (post office) অথবা আধার সেন্টারে গিয়েই আপডেট করতে পারেন নিজের আধার কার্ড। তবে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়ে আধার সেন্টারে গেলে ভিড়ের সম্মুখিন হতে হয়না।

আপনার জন্য
WhatsApp Logo