Friday, November 22, 2024

বাড়িতে সোনা থাকলেই রোজগারের সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার, মাত্র ১০ গ্ৰাম সোনা থেকেই আয় হবে বিপুল টাকা

সোনা, ভারতীয় নারীদের কাছে এক বিশেষ অলঙ্কারের নাম। এই সোনার প্রতি ভারতীয় নারীদের আকর্ষন কম নয়। আর এই আকর্ষন থেকেই প্রায় প্রতিটি বাড়িতেই সোনার অলংকার দেখা যায়। অন্যদিকে সোনা বেশি থাকুক বা কম, প্রায় প্রতিটা বাড়িতেই সোনা মজুত রয়েছে এতে কোন সন্দেহ নেই। কিন্তু এসব সোনার তৈরি অলঙ্কার যাতে বাড়ির আলমারিতে পড়ে পড়ে ক্ষয় না হয়ে যায় এর জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে এক দারুণ স্কিম।

কেন্দ্রীয় সরকারের এই স্কিমের নাম হচ্ছে, গোল্ড মনিটাইজেশন স্কিম (Gold Monetization Scheme)। সেখানে আপনার বাড়িতে থাকা সোনার গয়না যদি আপনি জমা করান তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন মোটা টাকা। এই স্কিমের সবচেয়ে ভালো একটি ব্যাপার হচ্ছে আপনার কাছে যদি বেশি সোনা না থাকে অর্থাৎ আপনার কাছে যদি শুধুমাত্র ১০ গ্ৰাম সোনা থাকে সেই সোনাও আপনি গোল্ড মনিটাইজেশন স্কিমে জমা রাখতে পারবেন এবং সেখান থেকে একটি মোটা টাকা ইনকাম করতে পারবেন। জানা গেছে যে, এই গোল্ড মনিটাইজেশন স্কিম আনা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অধীনে। এই স্কিমটি আনা হয়েছিল ২০১৫-১৬ সালের কেন্দ্রীয় বাজেটে অনুমোদনের সময়। এই স্কিমের মূল উদ্দেশ্য হচ্ছে বাড়িতে পড়ে থাকা সোনা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গোল্ড মনিটাইজেশন স্কিমে জমা করানো এবং সেখান থেকে টাকা উপার্জন করা।

Gold

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই স্কিমের মাধ্যমে আপনি সর্বনিম্ন ১০ গ্ৰাম সোনা জমা করতে পারেন যে কোন ব্যাংকে। তবে সোনা জমা করার ক্ষেত্রে কোন ঊর্ধ্বসীমা নেই। এই গোল্ড মনিটাইজেশন স্কিমে আপনি যদি ৫ বছরের জন্য সোনা জমা করান তাহলে আপনাকে ২.২৫ থেকে ২.৫০ শতাংশ হারে পর্যন্ত সুদ দেওয়া হবে। তবে আপনি চাইলে এই স্কিমে স্বল্পমেয়াদী ১ বছর এবং ৩ বছরের জন্যও সোনা জমা করাতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo