ভবিষ্যতে রেশন তোলার জন্য আর হাতের ছাপ (fingerprint) দিতে হবে না! রেশন তোলার জন্য স্ব-শরীরে গিয়ে দাড়ালেই হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন? আর কিভাবেই বা এই নতুন নিয়মে রেশন দেওয়া হবে?-সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই নতুন নিয়মের হাত ধরে ঠিক কিভাবে আপনাদের রেশন দেওয়া হবে, জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।
সরকার রেশন ব্যবস্থার দুর্নীতি বন্ধ করতে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড (Addhar Card) লিঙ্ক করানোর নিয়ম চালু করেছিল। এর ফলে ভূয়া রেশন কার্ড দিয়ে মাল তোমার ঘটনা বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে, রেশন ব্যবস্থায় যাতে এইধরনের দুর্নীতি একেবারেই শেষ হয়ে যায়, তার জন্য কার্ড হোল্ডারের হাতের ছাপ দিয়ে রেশন তোলার নিয়ম চালু করা হয়েছিল।। কিন্তু হাতের ছাপ মিলিয়ে মাল তোলার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছিল। তাই সরকার এখন রেশন তোলার এই নিয়মেরও পরিবর্তন করতে চলেছে। আগে যেমন রেশন তুলতে গেলে আপনাকে নিজের হাত ছাপ দিতে হতো, ভবিষ্যতে আর সেই হাতের ছাপ দিতে হবে না আপনাকে। জানা গেছে যে, রেশন তোলার জন্য লাইনে গিয়ে দাড়ালেই রেশন তুলতে পারবেন।।
রেশন তোলার জন্য যে হাতের ছাপ দিতে হত সেই ছাপ দিয়ে মাল তোলার ক্ষেত্রে অনেকেই বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল । অনেক সময় দেখা যায় যে, যিনি রেশন তুলতে গেছেন তার হাতের ছাপ কিছুতেই মিলছে না। হাতের ছাপ না মেলায় স্বাভাবিকভাবেই সে নিজের প্রাপ্য রেশন পেত না। হাতের ছাপ না মেলার প্রধান কারণ হলো- মানুষের শরীর যেহুতু পরিবর্তনশীল, তাই হাতের রেখার বা হাতের ছাপেরও পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের জন্যেই অনেক সময় হাতের ছাপ মিলতে চায় না। জনগণকে যাতে আর এই সমস্যার মধ্যে পড়তে না হয়, সেই উদ্দেশ্যেই এই নিয়মের পরিবর্তন ঘটিয়ে রাজ্য সরকার নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে।।
এপ্রিল মাস থেকে আমাদের রাজ্যে যেই নতুন নিয়মে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলো, ভবিষ্যতে হাতের আঙ্গুলের ছাপ না মিলিয়ে, যিনি রেশন তুলতে আসবেন, তার চোখের রেটিনা (retina) স্ক্যান করা হবে। একজন মানুষের রেটিনা খুব বেশি পরিবর্তনশীল নয় বলে, হাতের ছাপ মেলানোর ক্ষেত্রে যেই সমস্যা হয়, এর ক্ষেত্রে সেই সমস্যা আর হবেনা। ফলে জনগণকেও আর ভোগান্তির শিকারও হতে হবে না। এই নতুন নিয়মে সবার প্রথমে আমাদের রাজ্যেই রেশন দেওয়া হবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে পরবর্তীকালে অন্যান্য রাজ্যেও একই নিয়মে রেশন দেওয়া চালু করা হবে।।