ইন্টারনেট এবং মোবাইল ফোন বিপ্লবের আবির্ভাবের পর থেকে আমরা সবাই এখন ডিজিটাল জগতে (digital world) বাস করছি। এমন পরিস্থিতিতে অনেক কাজই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। সম্প্রতি পেট্রোলিয়াম কোম্পানিগুলো একটি বিশেষ সুবিধা চালু করেছে। এই সুবিধার অধীনে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করবেন চলুন যেনে নেই।
এমন বহু মানুষ আছেন যারা ফোন কলের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করে থাকেন। আর ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এটা মোটেও ডিজিটাল নয়! আবার অন্যদিকে ফোন কলের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করা জটিল মনে হয় অনেকের কাছে। তাই পেট্রোলিয়াম সংস্থাগুলো রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে জনসাধারণের জন্য WhatsApp পরিষেবা চালু করেছে। চলুন যেনে নেই কিভাবে WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করবেন।
WhatsApp এর মাধ্যমে এভাবে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করুন:
১) ইন্ডিয়ান গ্যাস- প্রথমে এই নম্বরটি 7588888824 সেভ করে নিতে হবে মোবাইলে। এরপর WhatsApp- এ বুক বা রিফিল লিখে মেসেজ পাঠাতে হবে তাতে। এরপর আপনার গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে। যদি আপনি আপনার বুক করা সিলিন্ডারের Status জানতে চান তাহলে আপনাকে বুকিং নম্বর দিয়ে ফের 7588888824 এই নম্বরে মেসেজ পাঠাতে হবে।
২) ভারত গ্যাস– ভারত গ্যাস উপভোক্তাদের 1800224344 এই WhatsApp নম্বরে মেসেজ করতে হবে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য। এরপর নিয়ম সমান ইন্ডিয়ান গ্যাসের মতোই।
৩) এইচপি গ্যাস– আপনি যদি HP গ্যাসের গ্রাহক হয়ে থাকেন তাহলে 9222201122 এই WhatsApp নম্বরটিতে মেসেজ করতে হবে আপনাকে। এরপর পরবর্তী ধাপ আগের মতোই, সিলিন্ডার বুক করার জন্য বুক বা রিফিল লিখে মেসেজ পাঠাতে হবে।
জানিয়ে রাখি যে, কেবলমাত্র ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের গ্রাহকদের জন্যই WhatsApp এর মাধ্যমে বুকিং পরিষেবা চালু করা হয়েছে।