Friday, October 18, 2024

SBI বাদে এই সমস্ত ব্যাংক গুলি হতে চলছে প্রাইভেট! লিস্ট জারি করলো সরকার, আপনার একাউন্ট নেই তো?

ধীরে ধীরে দেশের সমস্ত সরকারী ব্যাংক গুলোকে প্রাইভেট (private) করে দিচ্ছে সরকার। এমতাবস্থায় ব্যাংক প্রাইভেট করণ নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসলো। জানা গেছে যে, এবারে দেশের সবচেয়ে বড় ব্যাংক তথা SBI ছাড়া বাকি সমস্ত সরকারী ব্যাংক গুলোকে প্রাইভেট করতে চলেছে সরকার। তাই এসব ব্যাংকে যদি আপনার একাউন্ট থেকে থাকে তাহলে তাদের সতর্ক হতে বলছেন বিরোধী কিছু রাজনীতিবিদরা।

এর আগেও দেশের বহু ব্যাংক গুলোকে বেসরকারি করণ করা নিয়ে ভেবেছিল সরকার এবং সেই সমস্ত ব্যাংক গুলিকেই পূর্নাঙ্গ বেসরকারি করনের কাজ করা হবে। এই প্রসঙ্গে দেশের দুই শীর্ষ অর্থনীতিবিদ জানিয়েছেন, দেশের সমস্ত ব্যাংক গুলোকেই বেসরকারি কারণ করে ফেলা উচিত সরকারের। এর মধ্যে পড়া উচিত নয় SBI’ও

SBI ছাড়া দেশের সমস্ত ব্যাংক গুলোকে বেসরকারি করনের সিন্ধান্তে ইতিমধ্যেই বিরোধীতা জানিয়েছেন বহু মানুষ। তবে নীতি আয়োগ অনুযায়ী, দেশের ৬টি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করা হবে না বলে জানা গিয়েছে। এই সমস্ত ব্যাংক গুলির মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের মতো ব্যাংক গুলো এই মুহূর্তে বেসরকারিকরণ করা হচ্ছে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab National Bank

২০১৯ সালে ১০টি ব্যাংকের মধ্যে ৪টি ব্যাংককে বেসরকারি করণ করে সরকার। ফলে সরকারি ব্যাংকের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ২৭ থেকে ১২ তে। এখানেই শেষ নয়, এর পরবর্তী সময়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতবছর বাজেটে IDBI ব্যাংককে বেসরকারি কারণ করবেন বলে জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এও বলেন যে, এই ব্যাংকের সেয়ারও বিক্রি করার পরিকল্পনা রয়েছে। আপনাদের জানিয়ে দেই যে, এবারে SBI ছাড়া দেশের বাকি সমস্ত ব্যাংক গুলোকে বেসরকারিকরণ করতে যাচ্ছে সরকার, এই তথ্য পুরোপুরি সঠিক নয়, কারণ দেশের আয়োগ নীতিতে বলা হয়েছে SBI সহ এই মুহূর্তে দেশের ৬ টি ব্যাংক বাদে বাকি সমস্ত ব্যাংক গুলোই খালি বেসরকারীকরণ করার কথা পরিকল্পনা করছে সরকার।

আপনার জন্য
WhatsApp Logo