প্রতিমাসেই ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। ঠিক এ মাসেও অর্থাৎ এপ্রিল মাসে ব্যাংকের ছুটির (Bank Holiday) তালিকা প্রকাশ করেছে RBI। কারণ এপ্রিল মাসে অনেক উৎসব রয়েছে। যার কারণে ১৫ দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক। তাই আপনার যদি ব্যাংকে কোন গুরুত্বপূর্ণ কাজ-বাজ থেকে থাকে তাহলে ব্যাংকের ছুটির তালিকা দেখে তারপর বাড়ি থেকে বেরোনো উচিত আপনার। নয়তো খামোখা কষ্ট করে ব্যাংকে গিয়ে দেখা গেলো সেদিন ব্যাংক বন্ধ।
RBI ১ এপ্রিল দেশ ব্যাপি সমস্ত গ্রাহকদের জন্য ব্যাংকের ছুটির একটি তালিকা প্রকাশ করেছে। কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে সেই তালিকা নিচে দেয়া হলো।
এই ১৫ দিন ব্যাংক ছুটি থাকবে:
১) ১ এপ্রিল বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের কারণে কিছু রাজ্যের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২) ২ এপ্রিল রবিবার থাকার কারণে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকছে।
৩) ৪ এপ্রিল ২০২৩ মহাবীর জয়ন্তী। সেদিন ব্যাংক বন্ধ থাকবে কিছু রাজ্যের।
৪) ৫ এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে কিছু রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে।
৫) ৭ এপ্রিল গুড ফ্রাইডে।
৬) ৮ এপ্রিল দ্বিতীয় শনিবার।
৭) ৯ এপ্রিল রবিবার।
৮) ১৪ এপ্রিল – ড. বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী / তামিল নববর্ষ দিবস / মহা বিসুভা সংক্রান্তি / বোহাগ বিহু / চেরাওবা / বৈশাখী / বৈশাখী / বিজু উত্সব / বিসু উত্সবে এবং চড়ক পূজোর কারণে ব্যাংক বন্ধ থাকবে।
৯) ১৫ এপ্রিল বাংলা নববর্ষের কারণে ব্যাংক বন্ধ।
১০) ১৬ এপ্রিল রবিবার থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ।
১১) ১৮ এপ্রিল শব-ই-কদর।
১৩) ২১ এপ্রিল ঈদ-উল-ফিতরের কারণে দেশ ব্যাপি সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
১৩) ২২ এপ্রিল ঈদের ২ দিন ছুটির পাশাপাশি দ্বিতীয় শনিবার তার কারণে ব্যাংক বন্ধ থাকবে সেদিন।
১৪) ২৩ এপ্রিল রবিবার।
১৫) ৩০ এপ্রিল রবিবার।
Disclaimer: ব্যাংক ছুটির তালিকা নিয়ে আমাদের প্রতিবেদনে কিছু ভুল থাকতে পারে। কারণ মানুষ মাত্রই ভুল হয়। তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই একবার ক্যালেন্ডার দেখে বাড়ি থেকে বের হবেন।