গত মার্চ মাসে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (higher secondary) শেষ হয়েছে। আর কিছুদিন পরেই ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই ছাত্র-ছাত্রীদের মধ্যে কলেজে ভর্তি হওয়ার একটা তোড়জোড় শুরু হয়ে যায়। গত বছর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো নিয়মের পরিবর্তন না করা হলেও, এবছর অর্থাৎ ২০২৩ কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনা হবে। সরকার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই যে নতুন নিয়ম আনবে, এই নতুন নিয়ম আনার ফলে সকল ছাত্র-ছাত্রীর উপকার হবে বলে আশা করা যাচ্ছে।
কলেজে ভর্তির ক্ষেত্রেই নতুন নিয়ম জারি করার প্রধান কারণ হলো,এর আগে পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট (website) ভিজিট করতে,বিভিন্ন ধরনের ফর্ম ফিলাপ করতে হতো, অনেক ঝামেলাও সহ্য করতে হতো। এককথায় ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকতো না। কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের যাতে এই ঝামেলায় না পরতে হয় এবং ভর্তি প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই লক্ষ্যেই শিক্ষা দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয় নিয়ে তোড়জোড় শুরু করেছেন এবং ইতিমধ্যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী এতে সম্মতিও জ্ঞাপন করেছেন।।
কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন নতুন নিয়ম আনা হয়েছে?
গত বছর পযর্ন্ত কলেজে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে,বিভিন্ন ধরনের ফর্ম ফিলাপ করতে হতো; কিন্তু এবছর থেকে কেন্দ্রীয় স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নতুন নিয়ম জারি করার ফলে সমস্ত ছাত্র-ছাত্রীদের বিরাট বড় সুবিধা হবে বলে জানানো হয়েছে। এর কারণ হলো- ছাত্র-ছাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পারবেন যে,কলেজে কোন বিভাগের জন্য কতগুলো সিট ফাঁকা রয়েছে। ফলে ওয়েবসাইট থেকে সবকিছু দেখে নেওয়ার পর তারা নিজের বিভাগ বেছে নিতে পারবেন এবং অনলাইনে টাকা জমা দেওয়ার মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবেন। ফলে এর আগে কলেজে ভর্তির জন্য তাদের সেই ঝামেলায় পড়তে হতো,এখন থেকে তাদের সেই ঝামেলায়ও পড়তে হবে না।