Friday, November 22, 2024

বৃদ্ধ বয়সে কারো বোঝা না হয়ে টাকা জমা করুন এই ৪ জায়গায়! বয়সকালে পাবেন মোটা অংকের পেনশন

প্রত্যেকেই চায় যৌবন কালে কষ্ট করে বৃদ্ধ বয়সে সুখে থাকতে। কারণ বৃদ্ধ বয়সে আর কাজ করার ক্ষমতা থাকে না। এজন্য অনেকেই বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন আগে থেকেই। কিন্তু আপনার অর্থ যদি সঠিক জায়গায় বিনিয়োগ করা না হয় তাহলে সেই জমানো টাকার উপরে আপনি ভালো একটি অর্থ রিটার্ন পাবেন না। তাই আজ এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলবো বৃদ্ধ বয়সের জন্য ৪টি শ্রেষ্ঠ বিনিয়োগের স্থান।

এই ৪ জায়গা অর্থ বিনিয়োগ করুন: 

১) National Pension Scheme (NPS): বয়সকালে এই স্কিমে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে পেনশন পাবেন আপনি। এরজন্য জন্য প্রতিমাসে আপনাকে এই স্কিমে ৬০০০ টাকা করে জমা করাতে হবে এবং ৬০ বছর বয়সের পর জমানো টাকা সহ আপনি ৫০ হাজার টাকা পেনশন পেতে থাকবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) Autol pension Yojana: আপনি যদি বৃদ্ধ বয়সে কারো বোঝা হতে না চান তাহলে এই পেনশন স্কিমে আজ থেকেই বিনিয়োগ করা শুরু করুন। এই স্কিমে ৬০ বছর বয়সের পর প্রতিমাসে আপনি ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পেনশন পাবেন। এই স্কিমে আপনাকে শুধু দৈনিক ২১০ টাকা করে জমা করতে হবে। এবং ১৮ থেকে ৪০ বছর বয়সী লোকেরা “অটল পেনশন যোজনার স্কিমের” সুবিধা নিতে পারবেন।

Pension scheme

৩) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: এই স্কিমে আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ লাখ পর্যন্ত টাকা জমা রাখতে পারেন। এবং ৬০ বছর বয়সের পর আপনি এই স্কিম থেকে পেনশন হিসেবে পাবেন ৭০ হাজার টাকা। এখানে আপনাকে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

৪) Post Office Monthly Income Scheme (POMIS): পোষ্ট অফিসের এই স্কিমের মেয়াদ হচ্ছে ৫ বছর। আপনি এই স্কিমে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকার একক বিনিয়োগে পেনশন হিসাবে ৩,০৮৪ টাকা পেতে পারেন। এই স্কিমে আপনাকে ৭.৪ শতাংশ হারে সুদ দেয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo