ভারতীয় রেলের ব্যাপারে যতো বলা হবে ততোই কম পড়বে। কারণ ভারতীয় রেল হচ্ছে পুরো বিশ্বের মধ্যে চতুর্থ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ মাধ্যম। অন্যদিকে রেলকে ভারতের লাইফ লাইন বলা হয়। তার কারণ হলো প্রতিদিন ট্রেনে চড়ে যাতায়াত করেন কোটি কোটি মানুষ। অপর দিকে ট্রেনে সফর করে কর্মক্ষেত্রে যোগ দিতে যান হাজার হাজার মানুষ। তাই আপনিও যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে হয়তো অবশ্যই আপনি কখনো না কখনো ট্রেনে সফর করেছেন। কিন্তু আপনি কি বলতে পারবেন এই ট্রেন যেটা কিনা একটি ইংরেজী শব্দ, ট্রেনকে বাংলাতে কি বলা হয়?
বড়বড় রথী মহারথীরাও পর্যন্ত ট্রেনকে বাংলায় কি বলা হয় বলতে পারেননি! অপর দিকে রোজ ট্রেনে সফর করা 99.9% মানুষও ট্রেনকে বাংলাতে কি বলা হয় বলতে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ আবার এর ভুল উত্তর দিয়েছেন। কিন্তু কেউই ট্রেনকে বাংলাতে কি বলা হয় এর সঠিক উত্তর দিতে পারেননি। তাই এই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে আজ বলতে যাচ্ছি টেনের বাংলা অর্থ। জানতে হলে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়তে হবে আপনাকে।
ট্রেন শব্দটি একটি ইংরেজি শব্দ হাওয়ার কারণে এর বাংলা অর্থ অনেকেরই অজানা। তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে ট্রেনকে বাংলাতে বলা হয় ‘লৌহপথগামিনী বা লৌহশকট’। কি আগে কখনো শুনেছেন ট্রেনের বাংলা শব্দ লৌহপথগামিনী বা লৌহশকট’ হতে পারে? আসলে ট্রেন শব্দটি একটি ফরাসি শব্দ। যদিও কেউ কেউ আবার বলেন যে, ইংরেজিতে ‘ট্রেন’ শব্দটি নাকি সংক্ষিপ্ত একটি শব্দ। যার ফুল ফর্ম হচ্ছে, টুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইনক’।