আর্থিক বছর ২০২২-২৩ শেষ হতে চলেছে। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর (financial year)। আর নতুন এই আর্থিক বছরে বাড়তে চলেছে বহু জিনিস পত্রের দাম। যার ফলে সরাসরি পকেটে টান পড়তে চলেছে সাধারণ মানুষের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে অনেকে বিভিন্ন জিনিসের উপরে কর বৃদ্ধি করেছিলেন তিনি, আর কর বৃদ্ধির এই নিয়ম জারি হতে চলেছে ১ এপ্রিল ২০২৩ থেকে। তাই এক এক চলুন দেখে নেওয়া যাক নতুন আর্থিক বছর, ১ এপ্রিল থেকে কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পেতে চলেছে। আর এতে আপনার উপরে কি প্রভাব পড়তে পারে।
১ এপ্রিল, ২০২৩ থেকে কিছু জিনিসের উপর শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। এতে কিছু জিনিসের দাম উল্লেখযোগ্য হারে কমতে চলেছে, যেগুলোর মধ্যে হল, মোবাইল ফোন, ক্যামেরা, LED টিভি, বায়োগ্যাসের জিনিস, খেলনা, হিট কয়েল, সাইকেল সহ আরোও ইত্যাদি। তবে কিছু জিনিসের দাম আক্ষরিক অর্থে বৃদ্ধি পেতে চলেছে ১ এপ্রিল থেকে। যেগুলো হলো, সোনার গয়না, প্লাটিনাম, রান্না ঘরের চিমনি, বিদেশি খেলনা, সিগারেট, এক্স-রে মেশিন, ইমপোর্ট করা দরজা, রান্নার গ্যাস এবং গাড়ির দাম সহ আরোও বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে নতুন আর্থিক বছরে। এছাড়াও UPI মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রেও এবার দিতে হবে চার্জ। ১ এপ্রিল থেকে UPI মাধ্যমে ২,০০০ টাকা বেশি লেনদেনে ১.১ শতাংশ চার্জ লাগবে। তবে শুধুমাত্র এই চার্জ Merchant Transaction- এর ক্ষেত্রেই নেওয়া হবে।
বাড়বে বীমার প্রিমিয়াম: ‘হ্যা’ ঠিকই শুনেছেন নতুন আর্থিক বছরে ৫ লক্ষ টাকার বেশি বীমা করলে প্রিমিয়ামের অংকও বাড়বে। অর্থাৎ ১ এপ্রিল থেকে বছরে ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ বিমান প্রকল্প থেকে আয়ের উপর কর দিতে হবে সরকারকে।