আধার-প্যান লিঙ্ক করা নিয়ে মানুষের মনের কথা শুনেছে সরকার। ৩১ মার্চের বদলে আধার-প্যান লিঙ্ক করার সময় আরো ৪ মাস বাড়ানো হয়েছে। ফলে স্বস্তি পেয়েছেন আম জনতা। কিন্তু আধার-প্যান লিঙ্কের ফাইনের টাকা অবশ্য ছাড় দেওয়া হয়নি। তবে যাই হোক, এই আধার-প্যান লিঙ্কের মধ্যেই উঠে আসছে একটি বড় খবর। বলা হচ্ছে যে, হাতে আর মাত্র দুই দিন সময় রয়েছে, আর এই দুই দিনের মধ্যে সারতে হবে ২ কাজ আর না হলে পস্তাতে হবে জীবনভর। চলুন যেনে নেই কোন কাজের কথা বলা হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে (new financial year) নতুন আর্থিক বছর। আর নতুন এই আর্থিক বছরে খুব শীঘ্রই আয়কর রিটার্ন ফাইল দাখিলের প্রক্রিয়া শুরু হতে চলছে। অর্থাৎ যাদের বার্ষিক আয় করযোগ্য আয়ের চেয়ে বেশি তাদের এই দুই দিনের মধ্যে কর (tax) জমা দিতে হবে। বর্তমানে দেশে দুই ধরনের কর ব্যবস্থা রয়েছে, প্রথমত নতুন ব্যবস্থা এবং দ্বিতীয়ত পুরাতন কর ব্যবস্থা। যদি কোনো ব্যক্তি নতুন কর ব্যবস্থা অনুযায়ী কর জমা দেন, তাহলে তিনি ৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপর কর ছাড় পাবেন। তবে নতুন কর ব্যবস্থায় বিনিয়োগের কোন সুবিধা পাওয়া যাবে না তিনি।
অন্যদিকে, যদি কেউ পুরনো কর ব্যবস্থা অনুযায়ী কর জমা দেন, তাহলে তাকে ৫ লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। একই সময়ে, পুরানো কর ব্যবস্থা থেকে আয়কর রিটার্ন দাখিল করার সময় তিনি বিনিয়োগের সুবিধা নিতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল থেকে আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই আপনি যদি ২০২২-২৩ এর আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করার সময় পুরানো কর ব্যবস্থায় কর ছাড়ের সুবিধা পেতে চান তাহলে আপনাকে ৩১ মার্চের আগে কিছু অর্থ যে কোন জায়গায় বিনিয়োগ করতে হবে।