Saturday, December 21, 2024

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে ব্যবসা করতে চান? মাসে আয় করতে পারবেন ৭৫ হাজার টাকা! দারুন সু্যোগ

দেশের সবচেয়ে বড় ব্যাংক SBI, এবার নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। এবার আপনি খোদ SBI এর সাথে ব্যবসা শুরু করে প্রতিমাসে ইনকাম করতে পারবেন ৭০-৭৫ হাজার টাকা। কি সেই ব্যবসা? কিভাবে করবেন? চলুন বিস্তারিত জেনে নিন।

ই ব্যাবসার নাম হচ্ছে এটিএম ফ্র্যাঞ্চাইজি ব্যবসা (ATM franchise business) । কি এই এটিএম ফ্র্যাঞ্চাইজি বিজনেস? আপনি হয়তো দেখে থাকবেন যে ভারতে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন এটিএম রয়েছে। যেমন PNB-র ATM রয়েছে এবং Central Bank সহ আরো অনেক সরকারি ও বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে পুরো দেশ ব্যাপি। তবে এই সমস্ত এটিএম ছাড়াও ভারতে কিন্তু আরো বিভিন্ন কম্পানির এটিএম বুথ বা এটিএম মেশিন রয়েছে যেমন, Tata Indicash-এর ATM বুথ রয়েছে, Muthoot- এর ATM বুথ রয়েছে এবং India one- এর ATM বুথ রয়েছে। আর এই সমস্ত এটিএম বুথ গুলো সরকারি ও বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিতে গড়ে তোলা হয়েছে। তাই আপনিও SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজের নামে এবং নিজের এলাকাতে একটি এটিএম বুথ বসাতে পারেন। এতে কিন্তু মাস গেলে আপনার বেশ ভালো পরিমাণে টাকা উপার্জন হবে।

ATM Franchise Business idea

কিভাবে আবেদন করবেন SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য?

এটা জানার আগে আপনাকে জানতে হবে আপনি SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য উপযুক্ত কিনা। আপনারা এলাকাতে যদি আপনি SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটি এটিএম খুলতে চান এরজন্য আপনার কাছে থাকতে হবে ৫০ থেকে ৮০ বর্গফুটের জায়গা এবং সেই সঙ্গে আপনার এলাকাতে থাকতে হবে ভালো বিদ্যুত ও যাতায়াত পরিষেবা। আর তাহলেই আপনি SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়া জন্য উপযুক্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এভাবে আবেদন করতে হবে: আপনার SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়া জন্য খরচ পড়বে মোট ৭ লাখ টাকা। এবং এখন থেকে প্রতিমাসে আপনি ৭০-৭৫ হাজার ইনকাম করতে পারবেন। আপনি SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়া জন্য আবেদন করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo