পৃথিবীর বহু দেশে বহু স্কুল-কলেজ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে ভালো ও নামী-দামী স্কুল-কলেজ। কিন্তু সারা বিশ্বের মধ্যে একটিই মাত্র কলেজ রয়েছে যে কলেজ কিনা পুরো বিশ্বের মধ্যে সেরার সেরা। যার নাম হচ্ছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। আর এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধনী ব্যক্তিদের সন্তানরা উচ্চশিক্ষা গ্ৰহন করতে আসেন। তবে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ রয়েছে ব্যায়বহুল। আর এই কলেজেই পড়াশুনা করেন সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা গাঙ্গুলী।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে আজ পর্যন্ত মেডেল পেয়েছেন মাত্র ৭২ জন। তাই পুরো বিশ্বের কাছে এই কলেজের গুরুত্ব এতোখানি। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা এই কলেজে BA পড়ছেন BA পাশাপাশি PhD করাও সুবিধা রয়েছে এই কলেজে। তবে অতীতের দিন গুলোতে শুধু সানা নন, সানার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন ভারতের বহু সেলিব্রিটি থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, সবাই পড়াশোনা করেছেন এই কলেজে এছাড়াও বলিউড সেলিব্রিটি সারা আলি খান সুযোগ পেলেও ভর্ত্তি হননি সেখানে। জানা যায়, এই কলেজে ছাত্র ছাত্রীদের সংখ্যা মাত্র ২৬০০০ হাজার। কলেজটি প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। যা বিশ্বের সবচেয়ে সেরার সেরা কলেজ হিসেবে পরিচিত। তবে এই কলেজে চান্স পাওয়া চাট্টিখানি কথা নয়, কেবলমাত্র এই কলেজে বৃত্তি পাওয়ার মাধ্যমেই সারা বিশ্বের থেকে ছাত্র-ছাত্রীরা এই কলেজে পড়ার সুযোগ পান। আর নয়তো বহিরাগতদের কাছ থেকে নেওয়া হয় মোটা টাকার ফিস।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সৌরভকে মোটা টাকা মাইনে দিতে হচ্ছে তার মেয়ে সানাকে এই কলেজে পড়ানোর জন্য। তিন বছর পড়ার জন্য সৌরভকে দিতে হয়েছে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। এর সাথে রয়েছে টিউশন এবং থাকা-খাওয়ার খরচও।