Wednesday, September 18, 2024

একের বেশি ব্যাংক একাউন্ট থাকলে সাবধান, RBI-এর এই নতুন নিয়ম না জানলে পড়বেন বিপদে

বর্তমানে সবারই ব্যাংক একাউন্ট (Bank account) রয়েছে। কারো কারো তো একটি নয় বরং দুটি করে ব্যাংক একাউন্ট থাকে বিভিন্ন ব্যাংকে। এবার তাদের জন্যই একটি নতুন নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তথা RBI. তাই আপনারও যদি একাধিক ব্যাংক একাউন্ট থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত পড়ুন।

RBI জানিয়েছে, একাধিক ব্যাংক একাউন্ট থাকলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারে গ্ৰাহকরা। এটি তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একাধিক ব্যাংক একাউন্ট খোলা নিয়ে RBI নিষেধাজ্ঞা জারি না করলেও এর অসুবিধার কথা গ্রাহকদের জানিয়েছে। যেনে নিন কেন একাধিক ব্যাংক খোলা ঝুঁকিপূর্ণ এবং এতে গ্রাহকরা সমস্যার মধ্যে পড়তে পারেন।

 

১) নূন্যতম ব্যালেন্স– সব ব্যাংকেরই নূন্যতম ব্যালেন্স রাখার নিয়ম আলাদা আলাদা। একাধিক ব্যাংকে একাউন্ট থাকলে এতে বাড়তি খরচ পোয়াতে হবে গ্রাহকদের। চাপ পড়বে পকেটের উপরও

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) একাধিক চার্জ– সব ব্যাংকই একাউন্ট Maintenance এবং চার্জ করে থাকে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড Maintenance এর জন্য বছর বছর গ্রাহকদের থেকে কিছু টাকা চার্জ নিয়ে থাকে ব্যাংক গুলো। এমতাবস্থায় কারো যদি একাধিক ব্যাংক একাউন্ট থাকে তার একাউন্ট Maintenance খরচ তত বেশি হবে।

RBI

৩) সাইবার ক্রাইম– একাধিক ব্যাংকে একাউন্ট থাকলে খুব সহজেই সাইবার প্রতারণার শিকার হতে পারেন গ্রাহকরা। বিভিন্ন জায়গা থেকে ভুয়ো কল কিংবা SMS মাধ্যমে একাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে তাদের টাকা।

৪) অ্যাকাউন্ট বন্ধ- RBI জানিয়েছে, গ্রাহকরা চাইলে খুব সহজেই একাধিক ব্যাংক একাউন্ট বন্ধ করে ফেলতে পারেন। উপরের সমস্যা গুলো থেকে মুক্তি পেতে হলে এটাই একমাত্র রাস্তা। এর জন্য গ্রাহকরা ব্যাংকে গিয়ে একাউন্ট বন্ধ করা ফর্ম পূরণ করে ব্যাংকে জমা পারেন। এরপর ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo