আধার-প্যান লিঙ্ক, আধার-প্যান লিঙ্ক, লোকমুখে অথবা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে হয়তো এই শিরোনামটি শুনতে শুনতে কাছ পচে গিয়েছে অনেকের। কিন্তু তার সত্তেও কিছু লোক আছেন যারা কিনা আধার-প্যান লিঙ্ক করানোতে আমোদ দিচ্ছেন না। তবে থাক তারা আধার-প্যান লিঙ্ক করাবেন নাকি করাবেন না সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি কি জানেন যখন এই প্যান কার্ড (আধার প্যান লিঙ্ক না করালে) বাতিল হওয়া নিয়ে এতো কথা উঠেছে তাহলে এই প্যান কার্ডের ফুল ফর্ম কী?
প্যান কার্ড আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। ইনকাম ট্যাক্স-এর ITR ফাইল করতে গেলে প্যান কার্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও বিভিন্ন আরোও কাজে দরকার পড়ে প্যানের। তাই প্যান কার্ডের ফুল ফর্ম কী তা অতি অবশ্যই জানা উচিত আমাদের। কিন্তু 99.9% মানুষই জানেন না প্যান কার্ডের ফুল ফর্ম কী। তাই আপনিও যদি এ সমস্ত মানুষদের মধ্যে পড়েন যারা কিনা প্যান কার্ডের ফুল ফর্ম জানেন না তাহলে জেনে নিন।
এই হলো প্যান কার্ডের ফুল ফর্ম: প্যান কার্ডের ফুল ফর্ম হলো, Permanent Account Number। যা আয়কর বিভাগ দ্বারা জারি করা বর্ণানুক্রমিক নম্বর।