চা খেতে ভালোবাসেন না এমন কেউ কি আছেন? মনে হয়না এমন কোন মানুষ আছেন যিনি কিনা চা খেতে পছন্দ করেন না। সকাল-সন্ধ্যায় চায়ে চুমুক না দিলে যেন মন শান্তি হয়না। আচ্ছা বলুন তো এক কাপ চায়ের দাম কতো? একটি ভালো দোকানে চা খেতে গেলে হয়তো এককাপ চায়ের দাম পড়বে ২০ টাকা। আরে মশাই এবার আপনাকে একটা আইডিয়া দেই, আর তা হলো, আপনি চায়ের টাকা জমিয়ে এবার হতে পারেন বড়ো লোক। পাবেন ১০ কোটি টাকা। কিভাবে চলুন বিস্তারিত জেনে নিই।
সাধারণত একজন ব্যক্তি দিনে গড়ে ২ বার চা খান। এক কাপ চায়ের দাম ২০ টাকা এবং দুই কাপ চায়ের দাম ৪০ টাকা। কিন্তু এই ৪০ টাকার চা যদি আপনি না খেয়ে সেই টাকা জমা করেন তাহলে ভেবে দেখেছেন মাসে কতো টাকা হচ্ছে? আমরা আপনাকে বলি যে মাসে হচ্ছে, ১,২০০ টাকা। তবে চায়ের টাকা জমালেই তো আর বড়লোক হয়ে যাবেন না আপনি, ১০ কোটি টাকাও পাবেন না। তাহলে উপায় কি? কিভাবে ১০ কোটি টাকার মালিক হবেন আপনি সেটাই বলছি আপনাদেরকে।
[লোন নিয়ে বাড়ি-গাড়ি কেনা মানুষদের বড়সড় ঝটকা দিল SBI, পস্তাচ্ছে কোটি কোটি গ্রাহক]
বেশিরভাগ মানুষই চায়ে চুমুক দিয়ে তাদের দিন শুরু করেন। কিন্তু এবার থেকে চা খাওয়া কমিয়ে দিন, দিনে ২ বার চা না খেয়ে কি হবে? বরং সেই টাকা আপনি ভালো একটি জায়গা invest করুন। যদি চায়ের ৪০ টাকা (মাসে ১২০০ টাকা) আপনি ভালো একটি জায়গায় invest করেন পারেন তাহলে দেখা যাচ্ছে বছর দুয়েক পর আপনি সেখান থেকে ১০ কোটি টাকা পেয়েও যেতে পারেন।
বর্তমানে সেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করা তেমন ঝুঁকিপূর্ণ নয়। একটু সাধারণ জ্ঞান থাকলেই আপনি সেখান থেকে একটি ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন। বর্তমানে জনপ্রতি ১০ জনের মধ্যে ৬ জনই সেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন। তাই আপনিও ২ কাপ চায়ের টাকা জমিয়ে সেই টাকা invest করতে পারেন সেয়ার মার্কেটে। এবং আপনার ভাগ্য সহায় হলে সেখান থেকে অনাহাসে আয় করতে পারবেন ১০ কোটি টাকা। তবে এটা গ্যারান্টি নয় যে আপনি দুই এক বছরের মধ্যে ১০ কোটি টাকা আয় করতে পারবেন। কারণ সেয়ার মার্কেট সম্বন্ধে ভালোভাবে বোঝার জন্য আপনার সময়ের প্রয়োজন।