ভারতীয় রেল হলো (Indian railway) পুরো বিশ্বের মধ্যে চতুর্থ সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম। প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন ট্রেনে চড়ে। এমনকি কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহ করে আছে এই রেল ব্যবস্থার উপরে। অন্যদিকে রেল হলো যে কোন যাতায়াত বাহনের থেকেও সুলভ ও সস্তা। এজন্য নির্ণবর্ণ থেকে উচ্চবর্ণ যে কোন মানুষই ট্রেনে সফর করতে পারে।
তবে আপনি কি জানেন ট্রেন সমন্ধে আমাদের অনেকেরই মনে রয়েছে অনেক রকম কৌতুহল। বিশেষ করে যখন কোন সাধারণ মানুষ ট্রেনে যাতায়াত করেন এই ট্রেন নিয়ে তাদের মনে নানারকম কৌতুহলী এবং প্রশ্ন জাগে। আর তেমনি একটি কৌতুহলী প্রশ্ন হচ্ছে ১ ঘন্টায় একটি ট্রেন চালাতে কতো কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়? তাই আজ আমরা এই বিশেষ বিস্তারিত জানাবো।
একটি ট্রেন চালাতে ১ ঘন্টায় যতো কিলোওয়াট বিদ্যুৎ পুড়েঃ
একটি ট্রেন চালাতে ১ ঘন্টায় কতো কিলোওয়াট বিদ্যুৎ পুড়ে তার আগে আমাদের জানা লাগবে যে একটি ডিজেল লোকোমোটিভ চালাতে হলে ৪-৬ লিটার তেল পুড়ে প্রতি কিলোমিটার। তবে এটা ট্রেনের লোড, উচ্চতা এবং ভৌগলিক অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তেমনি একই হিসেব ইলেকট্রিক লোকোমোটিভ-এর ক্ষেত্রেও।
তাহলে চলুন এবার জেনে নিন একটি ট্রেন ১ঘন্টায় কতো কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে।
একটি WAP-4 লোকোমোটিভ যেটি 6টি ডিসি ট্র্যাকশন মোটর বিশিষ্ট ইঞ্জিন। এই লোকোমোটিভ দিয়ে একটি ট্রেন চালাতে হলে সেই ট্রেন ১ ঘন্টায় 840 থেকে 1080 কিলোওয়াট (KW) বিদ্যুতের প্রয়োজন পড়ে। এবং ৮ ঘন্টায় একটি ট্রেন চালাতে 650 কিলোওয়াট থেকে 8500 কিলোওয়াট (KW) বিদ্যুতের প্রয়োজন হয়। তবে 3 ফেজ লোকোমোটিভ যেমন ধরুন WAG-9, WAG-9H এবং WAP-7 গুলোতে বিশেষ কিছু ব্রেকিং সিস্টেম আছে যার ফলে এসব ইঞ্জিন ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
এ ধরনের ইঞ্জিন দিয়ে একটি ট্রেন চালাতে 720 থেকে 840 কিলোওয়াট প্রতি ঘন্টায় বিদ্যুতের প্রয়োজন। এবং ৮ ঘন্টায় 5760 থেকে -6720 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়।