পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশনের নাম হচ্ছে হাওড়া রেল স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এই রেল স্টেশনে। এখান থেকেই ভারতের সব প্রান্তের ট্রেন ধরতে পারেন তাঁরা। আবার স্টেশন হাওড়া রেল স্টেশনকে বলা হয় পূর্ব ভারতের এক অতীব গুরুত্বপূর্ন স্টেশন। কিন্তু আপনি কি জানেন এই হাওড়া স্টেশন রেল স্টেশনে ১৫ এবং ১৭ নম্বর থাকলেও নেই ১৬ নম্বর প্ল্যাটফর্ম?
হাওড়া রেল হচ্ছে রয়েছে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রেল প্ল্যাটফর্ম অর্থাৎ শুধু হাওড়াতেই যতো গুলো প্ল্যাটফর্ম রয়েছে তা দেশের আর কোন রেল স্টেশনে নেই। আর তার কারণ হচ্ছে বিভিন্ন শাখায় যাওযার জন্য আলাদা এখান রাজ্য বা দেশের বিভিন্ন জায়গায় যাবার জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। হাওড়াতে রয়েছে মোট ২৩ টি প্ল্যাটফর্ম, এর মধ্যে ১ থেকে ১৫ টি রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর ১৭ থেকে ২৩টি রয়েছে নিউ কমপ্লেক্সে। কিন্তু আপনি কি জানেন হাওড়াতে ১৫ এবং ১৭ নম্বর প্ল্যাটফর্ম থাকলেও নেই ১৬ নম্বর প্ল্যাটফর্ম আর এর কারণ জানলে আপনি চমকে উঠবেন
আসলে হাওড়াতে ১৬ নম্বর প্ল্যাটফর্ম নেই এই কারণে আর তা হলো, ১৬ নম্বর প্ল্যাটফর্মের জায়গায় রয়েছে পণ্য পরিবহনের জন্য আলাদা একটি লাইন। এই কারণে হাওড়াতে ১৬ নম্বর প্ল্যাটফর্ম তৈরি হয়নি। আর এই লাইনকে বলা হয়, জিরো মাইল। ১৮৫৪ সালের ১৫ আগস্ট এই “জিরো মাইল” থেকেই বাংলার প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল। এই ট্রেনটি হাওড়া থেকে হুগলির উদ্দেশ্য রওনা দিয়েছিল, কিন্তু ট্রেনটি সেদিন আধ ঘন্টা লেট করেছিল। সেদিন ট্রেনটি পৌঁছানোর কথা ছিল সকল ৮টা নাগাদ।