Friday, November 22, 2024

খরচা তো দেদার করেন, কিন্তু ৫০০ টাকার একটি নোট ছাপাতে কত খরচ হয় জানেন? শুনলে চমকে উঠবেন

টাকা থাকলেই আপনি মশাই রাজা। আপনার নাগাল কে পায় তখন! এই টাকার জন্যই এই দুনিয়াতে এতো কাড়াকাড়ি, কেউ ফ্রড করে জেলে যাচ্ছেন, আবার কেউ গরু পাচার করে তিহার জেলে যাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন এই টাকা নিয়ে যখন এই দুনিয়া এত উন্মাদ, এই টাকা ছাপাতে কতো টাকা খরচ হয়? পুরো দুনিয়ার কথা বাদ দিলাম আমাদের দেশে অর্থাৎ টাকা বা কয়েন ছাপাতে রিজার্ভ ব্যাংকের কতো টাকা খরচ হয় জানেন? আচ্ছা ৫০০ টাকার একটি নোট ছাপাতে কতো টাকা খরচ হয় RBI এর? আপনি কি তা জানেন? না জানা থাকলে চলুন যেনে নেই।

এটা নিশ্চয়ই অনেকেই জানেন যে নোটের চেয়ে কয়েন তৈরিতে বেশি খরচ। কারণ কয়েক মূলত তৈরি করা হয় একটি বিশেষ ধাতু দিয়ে। তাই এর খরচা বাঁচানোর জন্য RBI চাইছে ভবিষ্যতে কয়েনের বদলে দেশে কাগজের তৈরি নোটের উৎপাদন বাড়াতে। একটি প্রশ্নে RBI এর গভর্নর ১ টাকার কয়েন তৈরি করতে কতো টাকা খরচ হয়, এই প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, ১ টাকার কয়েন তৈরিতে ১ টাকার চেয়ে বেশি খরচ হয়। ১ টাকার একটি কয়েক তৈরি করতে RBI এর খরচ হয় ১ টাকা ১ পয়সা। তেমনি ২ টাকার কয়েন তৈরি করতে খরচ হয় ১ টাকা ৮০ পয়সা, ১০ টাকার একটি কয়েন তৈরি করতে RBI এর খরচ হয় ৫ টাকা ৫৪ পয়সা। কিন্তু নোট তৈরি করতে কেমন খরচ হয়? চলুন যেনে নেই।

২০২১-২২ আর্থিক বছরে, ২০ টাকার এক হাজার নোট ছাপতে RBI এর খরচ হয়েছিল ৯৬০ টাকা। অর্থাৎ একটি ২০ টাকার নোট ছাপাতে RBI- এর খরচ হয়েছিল ৯৬ পয়সার মতো। আর ৫০ টাকার একটি নোট ছাপাতে খরচ পড়েছিল ১.১৩ টাকা। কিন্তু ৫০০ টাকার একটি নোট ছাপাতে কেমন খরচ চলুন যেনে নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rupee

কাগজের নোটে ছাপানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তাজনিত বৈশিষ্ট্য মেনে চলতে হয়। অপর দিকে কাগজের নোটের আয়ু খুব কম। তবে এটি ছাপাতে কয়েনের চেয়ে খরচ অনেক কম। RBI জানায় যে, ১০০ টাকার একটি নোট ছাপাতে তাদের খরচ হয় মাত্র ১ টাকা ৭৭ পয়সা। ২০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ২টাকা ৩৭ পয়সা এবং ৫০০ টাকার একটি নোট ছাপাতে খরচ হয় ২টাকা ২৯ পয়সা।

আপনার জন্য
WhatsApp Logo