বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হলো ভারতের সর্বপ্রথম সেমি বুলেট ট্রেনে। তাই এর ভাড়াও একটু বেশি। তবে একটু আরামদায়ক যাত্রা এবং এবং গন্তব্য আরো দ্রুত পৌঁছানোর জন্য মানুষ বেশি ভাড়া দিয়েও বন্দে ভারত ট্রেনে সফর করছেন। কিন্তু বন্দে ভারত ট্রেন প্রথম ট্র্যাকে নামানোর পরপরই খবরের শিরোনাম নামে উঠে এসেছিল এটি। না, তবে ট্রেনটির বিশেষত্ব কারণে নয়, আসলে ট্রেনটি ট্র্যাকে নামানোর কিছু দিনের মধ্যেই ট্রেনটির সাথে ঘটতে থাকে অপ্রীতিকর ঘটনা।
কিছু মানুষ ট্রেনে আক্রমণ চালায় পাথর ছুড়ে। আর এতে বেশ ভালো পরিমাণে ক্ষয়ক্ষতি হয় বন্দে ভারত ট্রেনটির। এদিকে ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনায় আঘাত লাগে বহু মানুষের মনেও। কারণ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হলো ভারতের সর্বপ্রথম সেমি বুলেট ট্রেনে। আঘাত তো লাগারই কথা। তবে এবারে আর ট্রেনে পাথর ছুড়ে রেহাই পাবে না কেউ। করণ ট্রেনে পাথর নিক্ষেপ করার বিষয়ে এবার কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে রেল। ফলে ট্রেনে কেউ পাথর ছুঁড়লে তার জেলও হতে পারে। এবং কতো বছরের জেল হবে তাও জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।
রেল জানায় যে, ট্রেন পাথর নিক্ষেপ করার ঘটনায় ৫ বছরের জেল হতে পারে।মধ্য রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে রেলের ১৫৩ নম্বর ধারা অনুযায়ী ব্যক্তির ৫ বছরের জেল হতে পারে। জানা গেছে যে, এখনও পর্যন্ত বন্দে ভারতের উপরে পাথর ছোড়ার ঘটনায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এদের বিরুদ্ধে মামলা চলছে, সম্ভবত খুব শীঘ্রই এদের জেলে ভরা হবে।