ভারতের বেশিরভাগ মানুষের কাছেই প্যান কার্ড (Pan card) রয়েছে। প্যান কার্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হয়তো সকলেরই জানা। ট্যাক্স (Tax) ভরা থেকে শুরু করে স্টক মার্কেটে ট্রেড করার জন্য ডিম্যাট একাউন্ট অথবা চাকরি বা অর্থ সংক্রান্ত অন্যান্য কাজের জন্যও প্যান কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি কি জানেন একটি প্যান কার্ডের মেয়াদ বা বৈধতা সর্বোচ্চ কতো দিনের জন্য? প্যান কার্ডের মেয়াদ বা বৈধতা শেষ হয়ে গেলে কি আবারো নতুন করে প্যান কার্ড ইস্যু করতে হয়? নাকি প্যান কার্ডের মেয়াদ বাড়ানোর কোনো উপায় রয়েছে? জানুন বিস্তারিত সব কিছু।
প্যান কার্ডের মেয়াদ কতো দিনের জন্য?
আপনি হয়তো জেনে থাকবেন যে এই দুনিয়ায় যে কোন কিছুরই একটি মেয়াদ রয়েছে। আপনি একটি নিষিদ্ধ মেয়াদের পর সেটা আর ব্যবহার করতে পারেন না। হয় সেটা নতুন করে আবারো ইস্যু করতে হবে আপনাকে, হয়তো সেটার মেয়াদ বা বৈধতা বাড়াতে হবে আপনাকে। যেমন ধরুন পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, এর মেয়াদ রয়েছে। তাহলে কি আমাদের প্যান কার্ডেরও মেয়াদ রয়েছে? যদি থাকে তাহলে সেটা কতো দিনের জন্য? জানুন বিস্তারিত।
‘হ্যা’ অবশ্যই আমাদের প্যান কার্ডেরও মেয়াদ রয়েছে। কিন্তু সেই মেয়াদ কোন সাধারণ মেয়াদের মতো নয়। অর্থাৎ আপনি যতোদিন বেঁচে থাকবেন ততোদিন মেয়েদ বা বৈধতা রয়েছে আপনার প্যান কার্ডের, আপনি মারা যাওয়ার পর সেই কার্ডটিরও মেয়াদ শেষ হয়ে যাবে। এবং এটা নতুন করে আবারো ইস্যু করার কোন পদ্ধতি নেই। একপ্রকার বলতে গেলে আপনি মারা যাওয়ার পর বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। তবে শুধু প্যান কার্ড নয় কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার সমস্ত ডকুমেন্টস অকেজো হয়ে যায়।